রাজ্য

New Time Table: সময় বদলাচ্ছে দার্জিলিং মেল, পদাতিকসহ একাধিক ট্রেনের, জেনে নিন উত্তরবঙ্গগামী ট্রেনের নতুন সময়সূচী

উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেনের টাইম টেবিল বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে বলে জানা যাচ্ছে

Advertisement

কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে চলাচল করা বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। গৌড় এক্সপ্রেস দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস কাজিরাঙ্গা এক্সপ্রেস বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেসের সূচি বদলাচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। সবমিলিয়ে অনুমান করা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে চলাচল করা এই সমস্ত ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

পূর্ব রেলওয়ে থেকে চলাচল করা এই ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে করে প্রতিদিন বহু মানুষ দার্জিলিং জলপাইগুড়ি এবং অন্যান্য জেলায় যাতায়াত করেন। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বহু মানুষ দক্ষিণবঙ্গে আসেন এই ট্রেনে চড়ে। এই ট্রেনের সময়সূচি বদলে যাওয়ার ফলে কিছুটা সমস্যায় পড়তে হবে সেই মানুষদের। তবে, সময়সূচি যে বিরাট পাল্টে যাবে সেরকম ব্যাপারটা নয়। এর আগে দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছতো ৫ টা বেজে ৩০ মিনিটে, দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছবে, ৫টা বেজে ৪০ মিনিটে। এর পাশাপাশি পদাতিক এক্সপ্রেস এর সময় বদল হচ্ছে একই সাথে। এই ট্রেন ৬টা বেজে ৪৫ মিনিট এর পরিবর্তে শিয়ালদায় আসবে ৬টা বেজে ৫০ মিনিটে। পরে কোথাও ৫ মিনিট অথবা কোথাও ১০ মিনিটের অদল বদল হবে সময়ের ক্ষেত্রে।

কাজিরাঙা এক্সপ্রেসের কলকাতায় আসত ১১টা বেজে ৫৫ মিনিটে। সেই ট্রেনই এবার আসবে ১২টা বেজে ৫ মিনিটে। গৌড় এক্সপ্রেস এবার আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। আগে শিয়ালদায় আসত ৪টে বেজে ৩৫ মিনিটে। বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদায় আসবে ৪টে বেজে ২৫ মিনিটে। কার্যত কয়েকটি মাত্র ট্রেনের সময়সূচিত কিছুটা বদল আসছে এবার।

Related Articles

Back to top button