দেশনিউজ

পরিকাঠামোর উন্নতিতে বাতিল একাধিক ট্রেন, রাজধানীর সময় বদলে প্রকাশিত নতুন তালিকা

Advertisement

পাওয়ার ব্লক, ট্রাফিক ও একাধিক পরিকাঠামোমূলক সুরক্ষা ও উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব সীমান্তের বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে। বদলে গেছে একাধিক ট্রেনের সময়ও। লিডু-ডিব্রুগড় টাউন ডেমুর পরিষেবা মুর্কংসেলেক পর্যন্তই সম্প্রসারিত।

মানকটা রোড ওভার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছে। আর এই কারণেই তিনসুকিয়া ডিভিশনে ডিব্রুগড় টাউন স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিপ্রেক্ষিতে ও একাধিক পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্যই একাধিক ট্রেনের পরিষেবার সময় বদলেছে। বেশ কিছু ট্রেন বাতিলও হয়েছে। নিম্নে বিস্তারিতভাবে তারই তালিকা দেওয়া হল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-
১) নিউ দিল্লি-ডিব্রুগড় টাউন: ২৯-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত (ট্রেন নম্বর- ১২৪২৪) এই রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত যাবে। এই এক্সপ্রেস চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে ২৯-শে জানুয়ারি পর্যন্ত। ডিব্রুগড় স্টেশনে এই এক্সপ্রেস পৌঁছাতে সময় নেবে ৬ ঘন্টা।

২) ডিব্রুগড় টাউন-নিউ দিল্লি: ৩১-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত (ট্রেন নম্বর – ১২৪২৩) এই এক্সপ্রেসটি স্টেশন থেকে ছাড়বে ৮.৫৫-তে। চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যেই বাতিল থাকবে এই এক্সপ্রেস।

৩) গুয়াহাটি-ডিব্রুগড় টাউন: এই নাগাল্যান্ড এক্সপ্রেসটি (ট্রেন নম্বর- ১৫৬৬৯) টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত করে দেওয়া হবে ৩০-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত। ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন। ১০: ৩০-এ এই ট্রেন পৌঁছাবে ডিব্রুগড় স্টেশনে।

৪) ডিব্রুগড় টাউন-গুয়াহাটি: এই নাগাল্যান্ড এক্সপ্রেসটি (ট্রেন নম্বর ১৫৬৭০) ডিব্রুগড় স্টেশন থেকে ছাড়বে ২.২০-তে। এটি ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে।

৫) সিমলুগুড়ি-ডিব্রুগড় টাউন: (ট্রেন নম্বর-০৫৯১৫) এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত যাবে। ৮:৪৫-এ ডিব্রুগড় স্টেশনে পৌঁছাবে এই ট্রেন। চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন।

৬) ডিব্রুগড় টাউন-সিমলুগুড়ি: (ট্রেন নম্বর-০৫৯১৬) এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ডিব্রুগড় স্টেশন থেকে ৫: ৩৫-এ ছাড়বে। ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন।

ট্রেন পরিষেবার সম্প্রসারণ-
১) ডিব্রুগড় টাউন-লিডু-ডিব্রুগড় টাউন: (ট্রেন নম্বর- ০৭৯০২/০৭৯০৩) এই ডেমু স্পেশাল ট্রেনের পরিষেবা ৩১-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হবে ডিব্রুগড় হয়ে মুর্কংসেলেক পর্যন্ত।

• লিডু-মুর্কংসেলেক: (ট্রেন নম্বর-০৭৯০২) এই ডেমু স্পেশাল ট্রেন ডিব্রুগড় স্টেশনে ৯:৪০-এ পৌঁছাবে এবং ১০ মিনিটের মধ্যে অর্থাৎ ৯:৫০-এই স্টেশন থেকে প্রস্থান করবে। এটি মুর্কংসেলেক পৌঁছাবে ১২:২০ মিনিটে।

• মুর্কংসেলেক-লিডু: (ট্রেন নম্বর-০৭৯০৩) এই ডেমু স্পেশাল ট্রেন মুর্কংসেলেক থেকে ছাড়বে ৩:৩০ মিনিটে। ডিব্রুগড় স্টেশনে পৌছাবে ৫:৩৫-এ।

Related Articles

Back to top button