দেশনিউজ

উত্তর ভারতে বাড়ছে তাপপ্রবাহ, রাজস্থানে চুরুটে তাপমাত্রা পৌঁছাল ৪৮ ডিগ্রিতে

Advertisement

IMD আগেই সতর্কতা জারি করেছিল যে উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ বাড়বে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তাপের ঝলসানি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজস্থানের চুরুটে। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থানের বেশিরভাগ জায়গাতে তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রির মধ্যে ছিল।

এদিকে দিল্লিতে সোমবার তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি ছিল। মঙ্গলবার দিল্লির বেশ কয়েকটি এলাকাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার তাপমাত্রাও ৪৫ ডিগ্রির বেশি ছিল। আবার উত্তরপ্রদেশের এলাহাবাদে তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস।  এই গরমের দাপটে নাজেহাল মানুষ।

আগামী কয়েকদিন ওড়িশা, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, বিহারের বেশ কিছু অংশে প্রবল গরম পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহবিদরা। তবে ২৯ থেকে ৩০ মে ধুলো ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে উত্তর ভারতের বাসিন্দারা স্বস্তি পেতে পারেন বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button