সব JIO গ্রাহকদের দিতে হবে না অতিরিক্ত টাকা! জেনে নিন কি করে পাবেন এই সুবিধা!
গত বুধবার, সাধারন মানুষের আনলিমিটেড কলের ওপর বাধা সৃষ্টি করেছে জিও। এবার থেকে অন্যান্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে দিতে হবে ছয় পয়সা। জিওর পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের জন্য গ্রাহকদের অতিরিক্ত দাম দিতে হবে। অনেকের মতে জিও সংস্থা নিজেদের কথা রাখেনি, কারন জিওর পক্ষ থেকে বলা হয়েছিল কথা বলার জন্য কোনো চার্জ লাগবে না। যদিওবা জিওতে কল করার জন্য কোনো টাকা দিতে হবে না গ্রাহকদের।
জানা যাচ্ছে, জিওর সব গ্রাহককে মিনিটে ছয় পয়সা দিতে হবেনা। যেসব গ্রাহকরা ৯ অক্টোবরের আগে আগে রিচার্জ করেছেন তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে না। ১০ অক্টোবর বা তার পরে যারা রিচার্জ করবেন একমাত্র তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে।
ইতিমধ্যে ১০ থেকে ১০০ টাকার মধ্যে একাধিক টপআপ প্ল্যান করেছে জিও। আইইউসি চার্জ গ্রাহকদের কাছ থেকে নেওয়ার জন্য এমন পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। পোষ্ট পেড কানেকশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। অন্য নেটওয়ার্কে কল করলে দিতে হবে ছয় পয়সা প্রতি মিনিট।