অধ্যক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার বিধানসভায় যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। অধ্যক্ষের সচিব রাজ্যপালের সচিবকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল বিধানসভায় উপস্থিত উপস্থিত হলে তখন বিধানসভার গেট বন্ধ ছিল। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা মার্শালরা রাজ্যপালকে জানায়, বিধানসভার অধিবেশন মুলতুবি থাকায় আজ গেট বন্ধ থাকবে। এরপরই বিধানসভার গেটে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন অপমানিত রাজ্যপাল।
তিনি বলেন, ‘এটা গনতন্ত্র নয়। অধ্যক্ষ সচিবের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এভাবে গেট বন্ধ রাখা যায় না। আমি নিজেও অতীতে বিধানসভায় কাজ করেছি। অধিবেশন না চললে গেট বন্ধ থাকবে, এরকম হয় না।’
উপয়ান্তর না পেয়ে রাজ্যপালকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মার্শালরা। তবে বিধানসভার অধ্যক্ষ ও বিরোধী দলনেতা উপস্থিত না থাকার কারণে নির্দিষ্ট গেট দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি তারা। সেক্ষেত্রে অন্য গেট দিয়ে রাজ্যপালকে ভেতরে নিয়ে যাওয়া হয়। আমন্ত্রণ জানিয়েও স্বাগত জানাতে নিজে উপস্থিত না থাকায় অধ্যক্ষের প্রতিও রুষ্ট হন রাজ্যপাল। বিধানসভার লাইব্রেরীতে তাঁর চিত্রগ্রাহককে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।