বর্তমানে এনআরসি নিয়ে বহু জটিলতার সৃষ্টি হয়েছে। এনআরসি এর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকের। এই রাজ্যে এনআরসি এর আতঙ্কের ফলে মৃতের সংখ্যা দীর্ঘ। তবে শুধুমাত্র এই দেশে নয়, এনআরসি নিয়ে উদ্বিগ্ন রয়েছে বাংলাদেশও।
এবারে এনআরসি নিয়ে সবাইকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। সম্প্রতি শেখ হাসিনার সাথে নিউইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। এই বৈঠকে তিনি বলেন, “এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।” তিনি জানান যে এনআরসি নিয়ে যথেষ্ঠ চিন্তা ভাবনা করা হচ্ছে।
তাছাড়া কারুর যাতে অসুবিধে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন। এছাড়া ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নির্ধারণের কাজ করবেন।