শুধু KYC নয়, ব্যাংকের ফর্মে এবার থেকে লাগতে পারে ধর্মীয় পরিচয় পত্রও
রিজার্ভ ব্যাংকের পরিবর্তিত ফেমা আইন অনুযায়ী খুব শীঘ্রই ব্যাঙ্কের কেওয়াইসি ফর্ম এ গ্রাহকদের ধর্মীয় পরিচয়ও জানাতে হবে। এই আইন পরিবর্তনের পূর্বে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা দীর্ঘমেয়াদি এফ এ রেসিডেন্ট অ্যাকাউন্ট এবং ছয় মাসের জন্য এন আরও অ্যাকাউন্ট খুলতে পারত। তার জন্য দেখা হত না সেই ব্যক্তি কোন ধর্মের বা দেশের। কিন্তু এবার ত দেখা হবে।
আরও পড়ুন : ‘এক দেশ, এক রেশন কার্ড’ নির্দিষ্ট ফরম্যাট তৈরি কেন্দ্রের, রাজ্যগুলোকে নতুন কার্ড তৈরির নির্দেশ
এর ফলে প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত মুসলিম ছাড়া সংখ্যালঘু সম্প্রদায় এনআরও একাউন্ট খুলতে ও সম্পত্তি ক্রয় করতে পারবেন। দীর্ঘমেয়াদি ভিসায় যেসব মানুষ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে এসেছিলেন সেই সব হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, ও খ্রিস্টান ধর্মের মানুষ বসবাসের জন্য ভারতে সম্পত্তি ক্রয় করতে ও অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনটা ২০১৮ য় ইস্যু হওয়া রিজার্ভ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রেগুলেশন অ্যাক্ট বা ফেমা রেগুলেশন আইনে বলা হয়েছে। কিন্তু নাস্তিক ও মুসলিম অভিবাসী এবং মায়ানমার, শ্রীলংকা ও তিব্বত থেকে আসা শরণার্থীরা এই আইনের বাইরে।