Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুধু নিউজিল্যান্ডই নয়, বিশ্বের আরও ৮ টি দেশ সম্পূর্ণ করোনামুক্ত

Updated :  Tuesday, June 9, 2020 1:58 PM

সম্পূর্ণ করোনামুক্ত হয়েছে নিউজিল্যান্ড। গত ২২ মে থেকে সেদেশে নতুন করে কোনো সংক্রমণ ঘটেনি। শেষ করোনা আক্রান্ত ব্যক্তিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে শুধু নিউজিল্যান্ড করোনা মোকাবিলায় সফল নয়, এছাড়াও বিশ্বের মধ্যে আরও ৮ টি দেশ রয়েছে, যেই দেশগুলি করোনাকে হারাতে সক্ষম হয়েছে।

কোন দেশগুলি করোনাকে হারাতে পেরেছে, জেনে নিন –

১) মন্টিনিগ্রো-ইউরোপের এই দেশ খুব কম সময়ের মধ্যে করোনা যুদ্ধ জয় করতে পেরেছে। প্রথম করোনা আক্রান্তের খবর মেলে ১৭ মার্চ। তারপর চলে দীর্ঘদিনের টানা লকডাউন। আর সেটাতেই বাজিমাত করে এই দেশ। মোট ৬ লক্ষ ২২ হাজার ৩৫৯ জন বাসিন্দার মধ্যে আক্রান্ত হন মাত্র ৩২৪ জন। আর তারপর ২৪ মে পুরোপুরি করোনামুক্ত হয় এই দেশ।

২) পাপুয়া নিউ গিনি – কড়া নিয়ম পালন করলে অনেক লাভ হয় তা বুঝিয়ে দিয়েছে এই দেশ। ওশিয়ানিয়ার এই দেশের জনসংখ্যা ৮০ লক্ষের কিছু বেশি। কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন। গত ২০ মার্চ থেকে ৪ মে পর্যন্ত রাত্রিকালীন কার্ফু ও কঠোর ব্যবস্থার জন্য বর্তমানে করোনামুক্ত এই দেশ।

৩) ইরিত্রিয়া – আফ্রিকার পূর্বদিকের এই দেশে জনসংখ্যা ৬০ লক্ষের। ২১ মার্চ প্রথম আক্রান্তের হদিশ মেলে। তারপর সংক্রমিত হয়েছেন মাত্র ৩৯ জন। ১৫ মে সম্পূর্ণ করোনামুক্ত হয়েছে এই দেশ।

৪) সিসিলি- ১৪ মার্চ এই দেশে প্রথম দুজনের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু মেলে। তারপরেই চলে লকডাউন। সমস্ত দেশের সাথে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধ জাহাজ ও বন্ধ করে দেওয়া হয়। এই দেশের জনসংখ্যা ১ লক্ষের কাছাকাছি। কিন্তু সংক্রমিত হয়েছেন মাত্র ১১ জুন। আর তারপরেই ধীরে ধীরে করোনা যুদ্ধে জয়ী হয়েছে এই দেশ।

৫) সেইন্ট কিট্স্ এন্ড নেভিস – প্রথম আক্রান্ত হয় ২৪ মার্চ। তারপরেই চলে লকডাউন। ক্যারিবিয়ান এই দেশের মোট জনসংখ্যা ৫২ হাজারের বেশি। কিন্তু আক্রান্ত হয়েছিল মাত্র ১৫ জন। ১৯ মে নিজেদের করোনা মুক্ত দেশ বলে ঘোষিত হয়েছে।

৬) পূর্ব তিমুর- ২১ মার্চ করোনা হানার খবর মেলে। তবে ১০ ফেব্রুয়ারি থেকেই এই দেশ চীন ভ্রমণকারী লোকেদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। এরপর সমস্ত পরিবহন ব্যবস্থা, দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ১৫ মে করোনা মুক্ত হয় এই দেশ।

৭) ফিজি – ওশিয়ানিয়ার এই দ্বীপ প্রথম করোনা আক্রান্তর খবর মেলে ১৯ মার্চ। তারপরেই বন্ধ করা হয় বিমান পরিষেবা। ১৫ দিনের কোয়ারেন্টাইন চালু করা হয়। মাত্র ১৮ জন করোনা আক্রান্ত হলেও ২০ এপ্রিল পুরো করণামুক্ত হয় ফিজি।

৮) হলি সি – প্রথম আক্রান্তের খবর পাওয়ার পর থেকে পুরো লকডাউন হয়। সব ধরণের পর্যন্ত ব্যস্থ বন্ধ করে দেওয়া হয়েছিল। মাত্র ১২ জন সংক্রমিত হলেও বর্তমানে তাঁরা সুস্থ। আর ৬ জুন করোনা যুদ্ধে জয়ী হয় এই দেশ।