Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার আধার কার্ড ডিজিটাল করুন আরও সহজ পদ্ধতিতে! জেনে নিন একবার

Updated :  Thursday, September 19, 2019 1:31 PM

সহজ করা হলো আধার কার্ড সংশোধনের পদ্ধতি। কোন ডকুমেন্ট ছাড়াই এবার থেকে আধারের ছবি, বায়োমেট্রিক্স, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ইমেল সবই আপডেট করা যাবে অনায়াসে। ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া এক ট্যুইটের মাধ্যমে মাধ্যমে জানিয়েছে, আধার সংক্রান্ত যে কোন আপডেট করতে এবার থেকে আর কোন ডকুমেন্ট লাগবে না।

এবং এই আপডেট করা যাবে নিকটবর্তী আধার কেন্দ্রে। সেক্ষেত্রে শুধু নিজের আধার কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদিও এর আগে এক ট্যুইটে ইউআইডিএআই জানিয়েছিল যে আধার আপডেটের জন্য ডকুমেন্ট থাকা জরুরী। প্রসঙ্গত, আধার হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ১২ সংখ্যার এই নাম্বারটি ইউআইডিএআই ভারতের প্রত্যেক নাগরিককে প্রদান করে।

আধার পেতে গেলে আবেদনকারীকে নিজের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক সমস্ত বিবরণ জমা দিতে হয়। বায়োমেট্রিক বলতে আঙ্গুলের ছাপ, চোখের রেটিনার ছবি ইত্যাদি বোঝায়।

আবেদনকারীর জন্ম তারিখ, জন্মস্থানের বিবরণ, মোবাইল নাম্বার ও ইমেল আইডির প্রয়োজন হয় আধার কার্ডের জন্য। ইউআইডিএআই-এর ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে অথবা নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড বানানোর সুবিধা রয়েছে।