নিউজ

Paytm: পকেটে আর পড়বে না টান, কম খরচে Paytm থেকেই এবার বুক করুন অটো রিক্সা

Advertisement
Advertisement

বর্তমানে দৈনন্দিন জীবনে ডিজিটালাইজেশন জড়িয়ে গিয়েছে পদে পদে। আধুনিক সুযোগ সুবিধা বাড়াতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এতদিন কিছু নির্দিষ্ট অ্যাপের (Cab Booking App) মাধ্যমে ক্যাব, বাইক বুক করা যেত। তবে এবার এল আরেক বড় সুখবর। Paytm অ্যাপ গ্রাহকদের জন্য নিয়ে এল এক দারুণ উপহার। এই অ্যাপ থেকেই এবার বুক করা যাবে অটো রিক্সা। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে।

Advertisement
Advertisement

ক্যাব, বাইক বুক করার জন্য একাধিক মোবাইল অ্যাপ ছিল আগে থেকেই। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি অ্যাপ। তবে ক্যাব বা বাইক নয়, Paytm এর মাধ্যমে বুক করা যাবে অটো রিক্সা। জানা যাচ্ছে, নম্মা যাত্রী অ্যাপের সঙ্গে হাত মিলিয়ে ONDC এর মাধ্যমে এই পরিষেবা চালু করতে চলেছে Paytm। অর্থাৎ Paytm এর মাধ্যমে অটো রিক্সা বুক করার পর স্ক্রিনে দেখা যাবে ‘পাওয়ারড বাই নম্মা যাত্রী’।

Advertisement

উল্লেখ্য, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ONDC যা কিনা দোকানদার বা ক্রেতাদের মার্কেটপ্লেস দিয়ে থাকে, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই নতুন পরিষেবাটি চালু করবে Paytm। জানা যাচ্ছে, Paytm এর প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মার কিছু শেয়ার রয়েছে এই প্ল্যাটফর্মে। Ola, PhonePe, Meesho র মতো অ্যাপও রয়েছে এই প্ল্যাটফর্মে।

Advertisement
Advertisement

নিত্যযাত্রীদের কাছে অ্যাপ ক্যাব পরিষেবা ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। এই মাধ্যমে যে অ্যাপগুলি রয়েছে সেগুলিও বাজারে বেশ নাম করা। তবে ক্যাবের তুলনায় অটো রিক্সার ভাড়া কম হওয়ায় Paytm এর এই নয়া পরিষেবায় অনেকেরই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, নম্মা যাত্রী অ্যাপটি বিগত দু বছরে দেষের বিভিন্ন শহরে প্রায় ৩.৭৩ কোটি রাইড চালিয়েছে। এর মধ্যে অটো রিক্সার সংখ্যাই ছিল বেশি। জানা যাচ্ছে, Paytm এর এই পরিষেবাটি আপাতত কিছু শহরে পরীক্ষামূলক ভাবে শুরু করা হচ্ছে। পরবর্তীতে তা বাড়ানো হতে পারে।

Related Articles

Back to top button