ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

এবার রেশন কার্ড ছাড়াই তৈরি হবে আয়ুষ্মান কার্ড, করতে হবে ছোট্ট এই কাজ

আপনাকে যদি আয়ুষ্মান কার্ড তৈরি করতে হয় তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে

Advertisement

আপনি যদি এখন আয়ুষ্মান কার্ড তৈরি করার কথা চিন্তা করেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই রেশন কার্ড ছাড়াও আপনি আয়ুষ্মান কার তৈরি করতে পারেন ভারতে। এই কার্ডের সাহায্যে আপনি বিনামূল্যে চিকিৎসার সমস্ত সুবিধা পেয়ে যেতে চলেছেন। একটা বিশাল জনগোষ্ঠী একেবারে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে। এতোদিন পর্যন্ত যারা চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত থাকতেন তাদেরকে সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে এই কার্ডের মাধ্যমে। রাজ্য সরকার রাজ্যের ১০০% মানুষকে আয়ুষ্মান কার্ড তৈরি করার বিষয়ে ঘোষণা করেছে ইতিমধ্যেই।

আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য রেশন কার্ডের প্রয়োজনীয়তা কিছুটা হলেও এখন বৃদ্ধি পেয়েছে। রেশন কার্ড না থাকলে অন্য কোন বিকল্প চিন্তা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মন্ত্রী বলেছেন, জনস্বার্থে বাস্তবায়নের জন্য বিভিন্ন বিকল্প সামনে আনা হবে এবং সেই প্রস্তাব রাজ্যে মন্ত্রিসভায় খুব শীঘ্রই পাশ করানো হবে। এছাড়াও, আধিকারিকদের ১৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে আয়ুষ্মান কার্ড এবং আভা কার্ড তৈরির জন্য একটি বড় প্রচার চালাতে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আগামী ১৫ই জানুয়ারি সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে বৈঠক হবে এই বিষয় নিয়ে। তারপরেই এই নিয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রচারণা বাস্তবায়নের গতি পর্যবেক্ষণের জন্য প্রতি ১৫ দিন পর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রী বলেছেন, আয়ুষ্মান প্রকল্পের অধীনে গ্রিন চ্যানেল পেমেন্টের অধীনে হাসপাতালে ৫০ শতাংশ অগ্রিম অর্থ প্রদান করা হবে। এছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মসূচি চালু করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুরেশ ভাট এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনিও এই সম্পর্কে নিজের মন্তব্য রেখেছেন।

Related Articles

Back to top button