Ration Card: আজকেই রেশন কার্ডের সাথে করুন এই গুরুত্বপূর্ণ কাজ, ঘরে বসেই মিটবে সমস্যা
২০২২ সাল থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথভাবে রেশন কার্ডে e-kyc করানোর কাজ চলছে জোর কদমে।
বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের সাধারণ নাগরিকদের জন্য। যে সিদ্ধান্তের বদৌলতে আর্থিকভা jiবে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। এক কথায় বলা যেতেই পারে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দুস্থ পরিবারকে সহায়তা প্রদান করেছে। যদি আপনি ভারতের স্থায়ী বাসিন্দা হন এবং আপনার কাছে রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার জন্য আজকের নিবন্ধে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। যদি খুব শিগগিরই এই কাজটি না করেন, সে ক্ষেত্রে মহাবিপদে পড়তে পারেন আপনি।
২০২২ সাল থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথভাবে রেশন কার্ডে e-kyc করানোর কাজ চলছে জোর কদমে। সম্পূর্ণ বিনা খরচে ভারতীয় সকল নাগরিকদের রেশন কার্ডের সাথে e-kyc করানোর আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। সমস্ত কর্ম প্রণালী সম্পূর্ণ ফ্রিতে করা গেলেও দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত রেশন কার্ডে e-kyc করাননি। ফলে রেশন কার্ড সম্পর্কিত একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।
আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে e-kyc না করিয়ে থাকেন, তবে আর অপেক্ষা করবেন না। পরিষেবাটি সম্পূর্ণ ফ্রি থাকা অবস্থায় আজকেই রেশন কার্ডের e-kyc করিয়ে ফেলুন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া সুবিধা গুলি উপভোগ করুন। মূলত, রেশন বিভাগকে দুর্নীতিমুক্ত করতে এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে প্রত্যেক নাগরিককে রেশন কার্ডের সাথে e-kyc করানোর আহ্বান জানিয়েছে সরকার। তাই সরকারি পরিষেবা ত্রুটিহীন ভাবে পেতে আজকেই সম্পূর্ণ বিনা খরচে রেশন কার্ডের e-kyc করান।