দেশনিউজরাজ্য

BPL Card Facility: এখন বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, জেনে নিন কীভাবে সুবিধা পাবেন

Advertisement

বিপিএল কার্ড অন্যতম একটি প্রয়োজনীয় উপাদান যেকোনো গরিব মানুষের কাছে। সমাজের নিম্নবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই এই কার্ডের সুবিধা নিয়ে এসেছিল সরকার। এই কার্ডের সূত্র ধরেই দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষদের কাছে রয়েছে রেশনের সুবিধা। তবে এবার কেন্দ্রীয় সরকার এই কার্ডের মাধ্যমেই বিনামূল্যেই মিলবে চিকিৎসা সুবিধা। পাশাপাশি দূর হবে পড়াশোনা ও বাসস্থানের চিন্তাও।

চিকিৎসা সুবিধা-
যে সমস্ত মানুষরা বিপিএল কার্ডের অধীনে তারা এই কার্ডের সূত্র ধরেই উচ্চ ভর্তুকি যুক্ত চিকিৎসার সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি হওয়া থেকে যেকোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের সমস্ত খরচ বহন করবে সরকার। এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত খরচা যে উল্লেখযোগ্যভাবেই হ্রাস পাবে, তা বলাই বাহুল্য।

শিক্ষাব্যবস্থায় সুবিধা-
এক্ষেত্রে বিপিএল কার্ডের আওতায় যে সমস্ত পরিবার পরছে সেই পরিবারের সমস্ত শিশুদের পড়াশোনার খরচা কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই কমবে অনেকটা। পাঠ্যপুস্তক থেকে শুরু করে পড়াশোনার জন্য প্রয়োজনীয় যেকোনো জিনিস কেনার ক্ষেত্রে সচল থাকবে এই কার্ড। অর্থনৈতিকভাবে বঞ্চিত শিশুরা যাতে পড়াশোনার স্বাধ পেতে পারে তার জন্যই এই উদ্যোগ সরকারের।

আবাসন ও বিদ্যুতের সুবিধা-
বিপিএল কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার পাবে একটি পাকা বাসস্থান ও বিদ্যুতের সুবিধা। এরজন্য এই কার্ডের উপর ভিত্তি করেই তারা আবেদন করতে পারবে। তাদেরকে সুস্থ ও আরামদায়ক জীবনযাত্রা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ সরকারের।

সামাজিক নিরাপত্তার সুবিধা-
বিপিএল কার্ডের অধীনে থাকা যেকোনো ধরনের প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষরা পাবেন পেনশনের সুবিধা। অর্থাৎ এই কার্ডের সূত্র ধরে উল্লেখ্য মানুষদের আর্থিক নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি যেকোনো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও এই কার্ডের উপর নির্ভর করে সাহায্য পাবেন তারা।

Related Articles

Back to top button