নারদাকান্ডে সিবিআই শীঘ্রই চার্জশিট দাখিল করতে চলেছে।সেই কারণে অভিযুক্ত তৃণমূল সাংসদ, বিধায়কদের সিবিআই ডেকে পাঠিয়েছে,প্রত্যেকের ভয়েস রেকর্ড করার জন্য।ইতিমধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, আইপিএস মির্জার ভয়েস রেকর্ড করেছে সিবিআই।এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের ভয়েস রেকর্ড করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।এই বিষয়ে সৌগত রায় বলেন, সিবিআই ডেকেছিল।প্রায় দুই বছর পর সিবিআই ডেকে পাঠিয়েছে।
ভয়েস রেকর্ড করেছে সিবিআই।তবে সৌগত রায় সিবিআইকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।নারদাকান্ডে ২০১৪ সালে নারদার কর্নধার ম্যাথু স্যামুয়েলের কাছে থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন সৌগত রায়।ম্যাথু জানান, তাকে ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সৌগত রায় ওই টাকা নিয়েছিলেন।এর আগেও সিবিআই তাকে জেরা করেছে।মঙ্গলবার মদন মিত্র সিবিআইয়ের দফতরে এসেছেন।তার ভয়েস রেকর্ড করবে সিবিআই।ইতিমধ্যে শুরু করেছে সিবিআই।তবে ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।যদিও বিচারপতি রিলিজ করে দিয়েছেন।আগামী সপ্তাহে হাইকোর্টে তার এই আবেদনের শুনানি হতে পারে।