Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দারুন উদ্যোগ মমতা সরকারের! আর সার্টিফিকেট পেতে যেতে হবে না সরকারি দফতরে, পেয়ে যাবেন বাড়ি বসেই

Updated :  Saturday, December 28, 2024 8:52 PM

বর্তমানে সরকারি দফতরে গিয়ে শংসাপত্রের জন্য আবেদন করা সাধারণ মানুষের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, একাধিক কাগজপত্র জমা দিতে হয় এবং একটি কাগজ পাওয়ার জন্য দিনের পর দিন সরকারি দফতরের চক্কর কাটতে হয়। সাধারণ মানুষের এই যন্ত্রণা দূর করতে এবার রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ নিয়েছে। এবার বাড়িতে বসেই অনলাইনে পাওয়া যাবে ছয় ধরনের গুরুত্বপূর্ণ শংসাপত্র, যা সাধারণ মানুষের নানা প্রয়োজনে লাগবে। কোন কোন শংসাপত্র বাড়িতে বসেই পাবেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আর পঞ্চায়েত বা অন্য দফতরে গিয়ে হয়রানির শিকার হবে না। বরং তারা খুব সহজেই ঘরে বসেই অনলাইনে আবেদন করে এসব শংসাপত্র পেতে পারবেন। এর জন্য প্রাথমিকভাবে গ্রাহককে একটি মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। এরপর OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর শংসাপত্র পাওয়া যাবে। অনলাইনে যেশংসাপত্রগুলি পাওয়া যাবে, সেগুলি হল:

১. জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র

২. ডিসট্যান্স সার্টিফিকেট

৩. ক্যারেক্টার সার্টিফিকেট

৪. ব্যক্তি পরিচয়পত্র

৫. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

৬. ইনকাম সার্টিফিকেট

এই উদ্যোগের ফলে মানুষের সময় ও পরিশ্রম বাঁচবে, বিশেষ করে যারা সরকারি বা বেসরকারি বিভিন্ন পরিষেবা বা স্কুল-কলেজে ভর্তি হতে চান, তাদের অনেক সুবিধা হবে। উদাহরণস্বরূপ, জেলা থেকে কলকাতায় এসে কলেজে ভর্তি হতে হলে ডিসট্যান্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এখন থেকে এই সার্টিফিকেট অনলাইনে পাওয়া যাবে, ফলে ভর্তি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে জনগণের উপকারে আসবে এবং দুর্নীতি ও দফতরি কাজের চাপও অনেকটা কমবে।