দেশনিউজ

ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে দিতে হবে কঠিন পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার সিলেবাস পাল্টানো হয়েছে। এই সিলেবাস আগের থেকে অনেক বেশি কঠিন হবে।

Advertisement

বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবারে কঠিন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবারে সেই আশঙ্কা সত্যি করে কেন্দ্রীয় সরকার জানিয়েদিল এবার থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তার জন্য আরও কঠিন পরীক্ষা নেওয়া হবে এবং তার দক্ষতা আরো বেশি পরীক্ষা করা হবে। মূলত রাস্তায় একসিডেন্ট কমানোর জন্যই এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিলেন। তিনি জানিয়ে দিলেন, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স টেস্টের সিলেবাস পরিবর্তন করা হয়েছে।

নতুন সিলেবাসের কথা বলতে গেলে এখানে আরও বেশ কয়েকটি চ্যাপ্টার যোগ করা হয়েছে। রিভার্স গিয়ারের গাড়ি সঠিকভাবে আপনাকে চালাতে হবে এবার থেকে। অনেক সময় দেখা যায় যাদের লাইসেন্স রয়েছে তারাও গাড়ি পার্কিং করার সময় সমস্যার মধ্যে পড়েন। সেই বিষয়টি একেবারে বন্ধ করার জন্য এবারে রিভার্স গিয়ারের গাড়ি চালানো দক্ষতা যাচাই করা হবে। ডান দিক এবং বাম দিকে সীমিত স্থানের মধ্যে গাড়ি পিছিয়ে নেওয়ার পরীক্ষা করা হবে।

ড্রাইভিং পরীক্ষার ট্রাকে বেসিক শারীরিক পরীক্ষা করা হবে। তবে প্রস্তুতির জন্য আলাদা করে সময় দেওয়া হচ্ছে। যারা নতুন নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ব্যাখ্যামূলক ভিডিও লিংকের মাধ্যমে ব্যাপারটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, যদি আপনি এই পরীক্ষায় ৬৯ শতাংশ নম্বর না পেয়ে থাকেন তাহলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আসবেনা।

এছাড়াও এই মাসে আধার কার্ডের অথেন্টিকেশন এর মাধ্যমে লার্নার লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, এবং ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করা শুরু হচ্ছে। কেন্দ্রের দাবি, নতুন ব্যবস্থা চালু হলে কাজের গতি অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তার সাথেই, বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স চক্রের হদিশ মিলবে বলে কেন্দ্র সরকার সূত্রে খবর।

Related Articles

Back to top button