করভা চৌথে স্ত্রীয়ের নামে খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট, তারপর প্রতিমাসে পেয়ে যান ৪৫ হাজার টাকা
স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক বিনিয়োগ রিটার্ন পাবেন ১০ শতাংশ
সামনে আসছে করভা চৌথ। আশা করি সকলেই নিজেদের স্ত্রীয়ের জন্য বিশেষ পরিকল্পনা করছেন। আপনি যদি আপনার স্ত্রীকে স্বাধীন হয়ে ওঠার জন্য সাহায্য করতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। আপনার স্ত্রী করভা চৌথের উপহারের পর আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবে না। নিয়মিত আপনার স্ত্রীর আয় হতে থাকবে। কিন্তু কি করে? আসলে আপনি যদি এখন জাতীয় পেনশন স্কিমে (NPS) বিনিয়োগ করেন, তাহলে ব্যাপক লাভবান হতে পারেন। ব্যাপারটি বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আপনি যদি আপনার স্ত্রীয়ের নামে একটি নতুন পেনশন স্কিম খেলার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই ন্যাশনাল পেনশন স্কিমে (NPS) এ অ্যাকাউন্ট খুলুন। এই স্কিম আপনার স্ত্রীর ৬০ বছর বয়সের পর অনেকটা টাকা দেবে। পাশাপাশি প্রতি মাসে পেনশন আকারে নিয়মিত আয় হতে থাকবে। এমনকি অ্যাকাউন্ট খোলার সময় থেকে আপনি নির্ধারণ করতে পারবেন ৬০ বছর পর আপনার স্ত্রী প্রতিমাসে কত টাকা করে পেনশন পেতে থাকবেন। এর ফলে ভবিষ্যতে আপনার স্ত্রীকে কারোর উপর নির্ভরশীল হতে হবে না। এরপর এনপিএসের স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
আপনি আপনার সুবিধামতো প্রতিমাসে বা বছরে ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলতে খরচ করতে হবে মাত্র ১০০০ টাকা। এরপর স্ত্রীয়ের ৬০ বছর বয়সে অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে গেলে প্রতিমাসে পেনশন আকারে টাকা অ্যাকাউন্টে চলে আসবে। নতুন নিয়ম অনুযায়ী আপনি চাইলে ৬৫ বছর পর্যন্ত এনপিএস অ্যাকাউন্ট চালাতে পারেন।
ধরুন আপনার স্ত্রীর বয়স বর্তমানে ৩০ বছর। আপনি যদি তার জন্য এনপিএস অ্যাকাউন্টে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক বিনিয়োগ রিটার্ন পাবেন ১০ শতাংশ। হিসাব অনুযায়ী আপনার স্ত্রীর ষাট বছর বয়সে অ্যাকাউন্টে মোট ১.১২ কোটি টাকা থাকবে। তারপর থেকে প্রতি মাসে আপনার স্ত্রী ৪৫ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন। তাহলে আর চিন্তা না করেই চলতি বছর এই করভা চৌথের উপহার হিসেবে স্ত্রীকে খুলে দিন NPS অ্যাকাউন্ট।