Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

NRC, CAA এর প্রতিবাদে রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দারের নেতৃত্বে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ

Updated :  Saturday, December 28, 2019 8:57 PM

মলয় দে নদীয়া: দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভায় আজ 28 শে ডিসেম্বর এন আর সি, সিএএ র বিপক্ষে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে র বিধায়ক সমীর কুমার পোদ্দার এর নেতৃত্বে সকাল দশটা থেকে বিকাল 5 টা পর্যন্ত জেলার দুটো পঞ্চায়েত সমিতি, 11 টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ, দলীয় ছাত্র, মহিলা যুব, শিক্ষক সেল, st.sc.obc সেল সহ এলাকার, কবি ,বুদ্ধিজীবী, চিত্রকার, নাট্যব্যক্তিত্ব, সর্বোপরি সাধারণ সচেতন নাগরিক দের নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 10-12 হাজার মানুষের সমাগম ঘটে।

উপস্থিত ছিলেন, নদিয়া দক্ষিণের জেলা সভাপতি শংকর সিং, রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, মিতা পোদ্দার , রানাঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা, যুব সভাপতি রাজেশ ভৌমিক, sc.st.obc সেলের সভাপতি দিলীপ পাল, শিক্ষা সেলের সভাপতি চিন্ময় বিশ্বাস, হাঁসখালি ব্লকের সভাপতি মুনমুন বিশ্বাস, সহ তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক নেতৃবৃন্দ।

বিধায়ক সমীর কুমার পোদ্দার জানান “এলাকায় বিজেপি কর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে এনআরসি থেকে বাঁচার উপায় হিসাবে মতুয়া কার্ড করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সংগঠন বাড়ানোর দুরভিসন্ধি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলেন। তিনি এও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী র সাথে মতুয়া সম্প্রদায়ের সুসম্পর্কের কথা সকলেই জানেন। রাজনৈতিকভাবে এর অপব্যবহার আদতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে।”

যুব সভাপতি রাজেশ ভৌমিক জানান “একমাত্র তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনের ফলেই নাগরিক পঞ্জি রুখে দেয়া সম্ভব, সে বিশ্বাস থেকেই, আজকের সভায় বহু সাধারণ অরাজনৈতিক ব্যক্তিত্বও আমাদের সাথে সহমত পোষণ করে ধরনা বিক্ষোভে সামিল হয়েছেন।”