পশ্চিমবঙ্গে এনআরসি? বঙ্গবাসীর উপর এনআরসির প্রভাব কি? জেনে নিন শীঘ্রই!

পশ্চিমবঙ্গে এনআরসি?… পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জী চালু করতে চাই বিজেপি। অপরদিকে নাগরিকপঞ্জীর বিপক্ষে মমতা সরকার। গত কিছুদিন ধরেই এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে এই দুই পক্ষ। তার মাঝেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির কাছে জানতে চেয়েছে যে পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জী শুরু হলে রাজ্যবাসীর মধ্যে তার কি প্রভাব পড়বে। এছাড়াও বিজেপি সভাপতি অমিত শাহ বাংলার বিজেপি নেতাদের এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঢালাও প্রচার করার কড়া নির্দেশ দিয়েছেন। এবং সেখান থেকে কেমন সাড়া পাওয়া যাচ্ছে তার উপর কড়া নজর রাখছেন অমিত শাহ। তিনি এটাও লক্ষ্য করছেন যে এই সিদ্ধান্ত আত্মঘাতী পরিকল্পনায় পরিণত হয়ে যাবে না তো!