রবিবার বোকারোতে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি আরও একবার স্পষ্ট করে দেন যে, যত সমালোচনায় হোক না কেন দেশ জুড়ে এনআরসি করাতে বদ্ধ পরিকর বিজেপি। ভোটের ফল যদি বিজেপির বিরুদ্ধেও যায় তবুও এনআরসি হচ্ছেই স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিনের সভা থেকে ঘোষণা করেন, ‘বিজেপি কোন দিন রাজনীতির জন্য সুন্দর দেশ গড়ার লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না।’
জনতার উদ্দেশ্যে এদিন তিনি প্রশ্ন ছুঁড়ে দেন যে, ‘আমাদের দেশে কতজন বিদেশী এসে ঘাঁটি গেড়ে রয়েছে তার হিসেব জানা কি আমাদের অধিকার নয়! তা জানতে গেলে দেশেরই একাংশের থেকে কেন বিরোধিতা হবে?’ এরপরই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘ভোটের ফল যাই হোক না কেন, সারা দেশ জুড়ে এনআরসি হবে।’
এনআরসি-তে চিহ্নিত বিদেশীদের কোন ক্ষতি করা হবে না জানিয়ে তিনি এদিন জানান, ‘যারা যে দেশ থেকে ভারতে এসেছেন তাদের সেই দেশে ফিরে যেতে হবে। আমরা সেই দেশের সরকারের কাছে অনুরোধ করবো তাদের ফিরিয়ে দিতে।’