Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

Updated :  Saturday, December 21, 2019 8:29 AM

সংসদে নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও এবার বিহারে এনআরসি হবেনা বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পশ্চিমবঙ্গ, পঞ্জাব, মধ্যপ্রদেশের পর এবার বিহারও চিন্তায় ফেললো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। প্রসঙ্গত চলতি সপ্তাহে জেডিইউ এর সহ সভাপতি ভোট কুশলী প্রশান্ত কিশোরের সাথে বৈঠক করেছিলেন নীতিশ কুমার, আর তারপরেই এনআরসি নিয়ে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে সংখ্যালঘুদের প্রতি কোনো অবিচার হতে দেবোনা।’ একথা বলার পরেই তিনি বলেন বিহারে এনআরসি হবেনা। চলতি মাসে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ করার সময় জেডিইউ বিলের পক্ষেই ভোট দিয়েছিল। তারপর হঠাৎ এখন কেনো এমন উলটপুরান তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : ফের উত্তাল উত্তরপ্রদেশ! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিক্ষোভে আটক ৩৫০০ এর বেশি

সংশোধিত নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য টুইটারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের সহ সভাপতি প্রশান্ত কিশোর। তার কিছুদিন পরেই নীতিশ কুমারের সাথে বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে তিনি নীতিশ কুমারকে একপ্রকার হুমকি দিয়ে বলেন এনআরসি ও নাগরিকত্ব বিলকে সাপোর্ট করলে দলের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

নীতিশ কুমারও বলেন, জোটসঙ্গী হিসেবে বিজেপি বিহারে এনআরসি চালু করতে চাইলে জোট থেকে বেরিয়ে আসবে জেডিইউ। তারপরই আজ তার এই মন্তব্য। এনডিএ জোট সঙ্গী নীতিশ কুমার এমন বলায় যে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি যথেষ্টই চাপের মধ্যে পড়লো তা বলাই বাহুল্য।