করোনা আতঙ্কের মাঝেও কিছুটা স্বস্তির খবর। কলকাতা পুলিশের তালিকা অনুসারে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কমেছে বেশ কয়েকটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা। নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কলকাতা পুরসভার ১৫ টি এলাকা কনটেইনমেন্ট জোন থেকে মুক্ত হয়েছে। যদিও কলকাতা পুলিশের প্রথম প্রকাশিত তালিকায় কনটেইনমেন্ট জোনের তালিকায় ২২৭ টি এলাকা ছিল।
গত ৪ঠা মে ফের দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হয় যাতে আরও নতুন ৮৫ টি অর্থাৎ মোট ৩১২ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় চলে আসে। যার ফলে উদ্বেগ সৃষ্টি হয়। এরপর গত ৬ই মে কলকাতা পুলিশের দেওয়া তৃতীয় তালিকায় নতুন করে মোট ৩৩৪ টি এলাকা কনটেইনমেন্টের আওতায় চলে আসে। অর্থাৎ আরও ২২ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় চলে আসে। শেষমেশ কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিস্থিতি খতিয়ে গত ৭ই মে শেষ কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করে কলকাতা পুলিশ। এরপর নতুন তালিকা আশঙ্কার মধ্যে কিছুটা স্বস্তি আনে। প্রকাশিত শেষ তালিকায় ৩৩৪ টি কনটেইনমেন্ট জোন যুক্ত এলাকা থেকে ১৫ টি এলাকা বেরিয়ে এসেছে। অর্থাৎ এখন কলকাতা পুরসভায় ৩১৯ টি কনটেইনমেন্ট জোন রয়েছে।
আতঙ্কের মধ্যে এমন স্বস্তির খবরের পর যে ওয়ার্ডগুলি কনটেইনমেন্ট মুক্ত হয় সেখানে নতুন করে খুলছে কিছু দোকানপাট। তার সাথে অপরদিকে বেশ কিছু ওয়ার্ডে বেড়েছে কড়াকড়ি। কলকাতা পুরসভার মধ্যে সবথেকে আতঙ্কের সৃষ্টি করছে ৬৬ নম্বর ওয়ার্ড। কারন ৬৬ নম্বর ওয়ার্ডের মধ্যে ১১ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় রয়েছে। তবে কলকাতার ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কনটেইনমেন্ট জোন থেকে বেড়িয়ে এসেছে। তাই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর মিলেছে কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডে।