কলকাতাতে গত বুধবার থেকেই চালু করা হয়েছে সরকারি বাস পরিষেবা। কিন্তু সেই বাসগুলিতে সামাজিক দূরত্বতার নিয়ম মানা হচ্ছিল না। বাসগুলিতে আগের মতোই ভিড় হচ্ছিল। আগে ১৩ টি রুটে সরকারি বাস চলছিল। কিন্তু এই ভিড় কমানোর জন্য ৮ টি রুটের বাস পরিষেবা বাড়ানো হয়েছে। সোমবার থেকে আরও ৫ টি রুটের বাস পরিষেবা বাড়ানো হবে বলা হয়েছে।
যাত্রীদের অভিযোগ ঘন্টায় একটা করে বাস দেবার ফলে ভিড় হচ্ছে। পরিবহন দফতর থেকে জানানো হয়েছে এবার থেকে বাসের সংখ্যা বাড়ানো হবে। আর তার সাথে বাসের সময়সীমা ও কমিয়ে আনা হবে। যাত্রীদের সুবিধার জন্য এবং যাতে বাসের মধ্যে সামাজিক দূরত্বতা বজায় রাখা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আগামী সোমবার থেকে কলকাতায় কন্টেনমেন্টের জোনের বাইরে বেসরকারি বাস , ট্যাক্সি পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। যে ৮ টি রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই ৮ টি রুট হল- সি৩৭, সি৮, সি২৬, এস৯, এস২৪, এস৫, এস৯-এ এবং এস১২।