Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজব কান্ড! এখানে নেই কোনও করোনার চিহ্ন

Updated :  Friday, November 6, 2020 11:55 AM

কানাডা: এ যেন ভগবানের আশীর্বাদ। সারা বিশ্ব যেখানে করোনার ভয়ে কাঁপছে, সেখানে কানাডার এই জায়গায় নেই কোনও করোনা ভীতি। নেই কোনও করোনার পরিসংখ্যান। অবাক হচ্ছেন তো! ভাবছেন এটা কী করে সম্ভব? হ্যাঁ সম্ভব? এমন অবাস্তব ঘটনা ঘটেছে কানাডার লুনাভাটে। যেখানে কোনও কোভিদ কেস নেই।

নুনাভাটের আকাশ-বাতাস কার্যত করোনামুক্ত। কানাডার এই অঞ্চলে ৩৬ হাজার লোকের বাস। আর্কটিক সাগরে চারপাশ ঘেরা। সাগরের নীল আবহে যেন অন্য আর এক পৃথিবী। যেখানে নেই করোনায় প্রাণ হারানোর ভয়, যেখানে নেই কোনও লকডাউন, যেখানে নেই করোনা আক্রান্তের সংখ্যা।

তবে এই খবরটা পড়ে এটা একেবারেই ভাববেন না যে, গোটা কানাডায় করোনার থাবা বসেনি। বরং নুনাভাট ছাড়া কানাডার অন্যান্য জায়গায় বেড়েছে করোনা সংক্রমণ। শুধুমাত্র কানাডার উত্তরাঞ্চলের এই জায়গাটির কোথাও এতটুকু করোনার চিহ্ন নেই। এর ফলে পৃথিবীর মধ্যে কানাডার এই নুনাভাটকে একমাত্র করোনামুক্ত জায়গা বলে চিহ্নিত করা হয়েছে।