Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Didi No 1: রচনা ব্যানার্জীর সামনেই তার নকল করলো এক একরত্তি, চাকরি হারানোর ভয় পেলেন অভিনেত্রী

Updated :  Sunday, July 31, 2022 8:55 AM

জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। রচনা ব্যানার্জী দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালিকা হিসাবেই কাজ করছেন। প্রতিদিন নানা ধরনের মানুষের সাথে কথা বলেন তিনি। তার মধ্যে ছোট থেকে বড় থাকেন সকলেই। তবে সাম্প্রতিক এপিসোডে কয়েকজন কচিকাঁচাদের নিয়ে হাজির হয়েছিলেন রচনা ব্যানার্জী। সেখানেই এক একরত্তি সঞ্চালিকা সামনেই তার নকল করলেন, যা দেখে অবাক খোদ দিদিও। সম্প্রতি সেই দৃশ্যের সূত্র ধরেই চর্চায় রচনা ব্যানার্জী।

সম্প্রতি অনুষ্কা চ্যাটার্জী নামের এক ক্ষুদে উপস্থিত হয়েছিলেন দিদি নম্বর ১’এর মঞ্চে। এই এপিসোডে একেবারে সঞ্চালিকার মতোই সেজেছিল অনুষ্কা। শুধু সাজ দিয়েই শেষ হয়নি, দিদির সামনেই দিদিকে হুবহু নকল করেছে এই একরত্তি। ‘দিদি নম্বর ১’এর মঞ্চে দাঁড়িয়ে রচনা ব্যানার্জী যে কথাগুলো বলেন, সেগুলোই একেবারে হুবহু তার মত করেই বলেছে এই একরত্তি। তার এই কাণ্ড দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী নিজেও। এরপর তিনি বলেই ফেলেছেন, তিনি রীতিমত ভয় পাচ্ছেন তার সামনে তার থেকেও ভালো রচনা ব্যানার্জীকে দেখে। এই কথা শুনে মিটিমিটি হাসতেও দেখা গিয়েছে অনুষ্কাকে।

এপিসোড চলাকালী অনুষ্কা এও জানায়, সে তার ঠাম্মার সাথে রোজ টেলিভিশনের পর্দায় ‘দিদি নম্বর ১’ দেখে। তার ভালো লাগে এই রিয়্যালিটি শো দেখতে। আর রোজ এই শো দেখতে দেখতেই তার মুখস্ত হয়ে গিয়েছে সঞ্চালিকা সংলাপ। এদিন এই মঞ্চে নিজের দুষ্টুমির কথাও ফাঁস করে অনুষ্কা নিজেই। পড়াশোনা ছাড়াও গান ও নাচ করতে ভালোবাসে অনুষ্কা। পরে রচনা ব্যানার্জীর অনুরোধ রাখতে নিজের পছন্দের গান ‘নীল দিগন্তে’ গেয়ে শুনিয়েছে সে। তার গান শুনে তার প্রশংসা করেছেন রচনা ব্যানার্জী। সঞ্চালিকার পাশাপাশি নেটনাগরিকদের একাংশও এই ভিডিওটি পছন্দ করেছেন, তা অবশ্য এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, ‘দিদি নম্বর ১’এর সাম্প্রতিক এপিসোডের এই অংশটুকু শেয়ার করে নেওয়া হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকেই।