নুসরাত জাহান টলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত একজন অভিনেত্রী। কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন তিনি। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে নতুন করে সম্পর্কে জড়ানো, মা হওয়া সবকিছু নিয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে এই টলি অভিনেত্রী। বর্তমানে নিজের অভিনয় ও ছেলে ঈশানকে নিয়ে প্রায়ই মিডিয়াতে চর্চার আলোয় থাকেন তিনি। পাশাপাশি যশ দাশগুপ্তের সাথেও প্রায়ই দেখা দেন অভিনেত্রী। যার ঝলক রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে চর্চিত নুসরাত জাহান।
খুব সম্প্রতি ৩৩’এ পা দিলেন এই টলি অভিনেত্রী। গত ৮’ই জানুয়ারি জন্মদিন ছিল তার। নিজের জন্মদিন উপলক্ষেই একটি ভিডিও শেয়ার করে নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ভিডিওতে বিছানায় কম্বলের তলায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল নুসরাতকে। এরপরেই কেউ একজন একটি চকলেট কেক ও তার উপর মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে অভিনেত্রীর কাছে। তৎক্ষণাৎ মাথা তুলে মোমবাতিতছ ফু দিয়ে, আবারো কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েন তিনি। নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের এই মজাদার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, তার দিন তার মতোই।
উল্লেখ্য, জন্মদিনে সাধারণ থেকে তারকা সকলের কাছ থেকেই একগুচ্ছ শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিনেত্রী। অবশ্য, তার ঝলক মিলবে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই। আপাতত, অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন তার ভক্তরা। খুব শীঘ্রই শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। বিয়ের পর এই ছবিতেই যশ দাশগুপ্তের সাথে প্রথম অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে নুসরাতের বিপরীতে দেবাশিস মন্ডলকে অভিনয় করতে দেখা যাবে। উল্লেখ্য, শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিটি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প বলবে। আপাতত, এই ছবিরই অপেক্ষায় নুসরাত ও যশের অনুরাগীমহল।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’