Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোটের মুখে আগুন ঝরানো ছবি নুসরতের, ঝড় উঠল কমেন্ট বক্সে

Updated :  Sunday, April 11, 2021 10:21 AM

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (nusrat jahan)-কে বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী তথা ‘রঙ্গোলি ফ্যাশন’-এর সিইও নিখিল জৈন (Nikhil jain)। সংবাদমাধ্যমে নিখিল জানিয়েছেন, এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। 14ই ফেব্রুয়ারি নিখিল আকারে-ইঙ্গিতে জানিয়েছিলেন নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু পরে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন নিখিল। ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, নুসরত এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এমনকি মনে করা হচ্ছে, নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় নুসরত মোটা অঙ্কের অর্থ খোরপোষ হিসাবে দাবি করতে পারেন। কারণ নুসরতের প্রাক্তন সম্পর্কগুলি থেকেও আর্থিক লেনদেনের বিনিময়ে নুসরত বেরিয়ে এসেছিলেন। বরাবরের মতই যশ দাশগুপ্ত (yash Dasgupta)- কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিখিল। কিন্তু নুসরত জাহান জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের কোনো আইনি নোটিশ নিখিল তাঁকে পাঠাননি।

ইতিমধ্যেই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের পাতায় নুসরতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার সাথেই নেটিজেনদের একাংশ নুসরতকে ট্রোল করা শুরু করেছিলেন। ফলে নুসরত তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন। ছবিতে নুসরতকে গোলাপি-সাদা রঙের শার্ট টপ ও ট্রাউজারে দেখা যাচ্ছে। কিন্তু শার্ট টপের ফ্রন্ট ওপেন করে দৃশ্যমান হচ্ছে নুসরতের গোলাপি ব্রা। আর এখানেই মার খেয়ে গেছেন নুসরত। শুধু স্লিম না হয়ে নুসরত যদি একটু টোনড হতেন, তাহলে তাঁকে এই স্টাইল অনায়াসেই মানিয়ে যেত। সুতরাং পরের বার যদি নুসরত টোনড ফিগারে সামনে আসেন, তাহলে নেটিজেনরাও খুশি হবেন।

সম্প্রতি নুসরত গোলাপি রঙের অফ শোল্ডার, লো-ক্লিভেজ গাউনে নুসরত ক্যামেরার সামনে পোজ দিলেন। কিন্তু নুসরতের ফ্যাশন সেন্স একটু বাড়াতে ভালো হত কারণ এই ধরনের গাউন টোনড ফিগারে ভালো লাগে। তবে নুসরত তাঁর ফ্যাশন সেন্স নিয়ে এই মুহূর্তে চিন্তিত নন। তিনি এখন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna chattopadhyay)-এর হয়ে প্রচারে ব্যস্ত থাকছেন। অবশ্য তার পাশাপাশি নিজের বাড়ির সব্জি বাজারও করছেন মন দিয়ে। তবে সব্জি নয়, এবার তিনি তাঁর প্রেমিক ও বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (yash Dasgupta)-কে ডেজার্টের ছবিতে ট‍্যাগ করেছেন। অপরদিকে যশও একই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নুসরতকে ট‍্যাগ করেছেন। তবে ‘খেলা দারুণ জমেছে’।