Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের বাঁধন ছাড়াই সিঙ্গেল মাদার হলেন নুসরত, অভিনেত্রীকে কুর্নিশ শ্রীলেখার

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন…

Avatar

By

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নতুন মাম্মাকে। সকলেই নবজাতক ও নুসরতের সুস্থ থাকার কামনাও করেছেন সবাই। নুসরত জাহানের সবচেয়ে প্রিয় বান্ধবী বোনুয়া মিমি চক্রবর্তী দূরে থেকেও প্রিয় বন্ধুকে ভাল মায়ের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। অন্যদিকে, তনুশ্রী, শ্রাবন্তীরাও নুসরতের সঙ্গে ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদকে।

এবার সুদূর সুইজারল্যান্ড থেকে নুসরত জাহানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি কোনো রাজনীতিবিদকে নয় বরং একজন মাকে ভালোবাদা জানিয়েছেন। রাজনীতিবিদ নুসরত জাহান বরাবর তাঁর আক্রমণের লক্ষ্যে। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে শ্রীলেখা ও নুসরত একেবারে দুই মেরুর। অনেক সময়ই নুসরতকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন শ্রীলেখা। মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সেগুলোকে তুলে আনলেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাংসদ-তারকার বিবাহিত জীবন নিয়ে দ্বিচারিতারও নিন্দা করেছেন তিনি। সেই শ্রীলেখা মিত্র শুক্রবার নিজের ফেসবুক পেজে তারকা অভিনেত্রীকে খোলা মনে শুভেচ্ছা জানালেন। সুস্থ জীবন কামনা করলেন তাঁর সদ্যোজাতর। তিনি লিখলেন, “রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই আমি নুসরতের নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরত মা হয়েছেন, তাও আবার বিনা কোনও বিবাহবন্ধনে !”। এই পুরুষতান্ত্রিক সমাজে সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্তকে সোজা চোখে নিতে পারেননা এই কথাটি শ্রীলেখা ভালো করেই জানেন। সেই জন্যই একজন মা হয়ে অন্য মাকে ভালোবাসা জানালেন।

উল্লেখ্য, এই সময় অভিনেত্রী সুইজারল্যান্ডে রয়েছেন । গত মঙ্গলবারই কলকাতা থেকে ইউরোপে পাড়ি দিয়েছেন তিনি। সুইজারল্যান্ড হয়ে ভেনিসে যাবেন। অংশ নেবেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। তাই আগামী কয়েকটা দিন ইউরোপের বাসিন্দা অভিনেত্রী। তবে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আগে ‘চিরবসন্তের দেশ’-এ কিছুটা প্রাণখোলা নিশ্বাস নিচ্ছেন শ্রীলেখা। আর নিজের প্রতি মুহূর্তের আপডেটও শেয়ার করছেন।

About Author