Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nushrat-Mimi: রাস্তায় দাঁড়িয়ে আলু কাবলি খাচ্ছেন নুসরাত জাহান, কি বললেন মিমি!

Updated :  Saturday, April 29, 2023 7:49 PM

নুসরাত জাহান টলিপাড়ার অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানেও রাজত্ব রয়েছে তার। তার কাজ থেকে ব্যক্তিগত জীবন সবটাই মিডিয়ার চর্চার বিষয়বস্তু। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন, যা দেখে মন্তব্য করেছেন বন্ধু মিমি চক্রবর্তী। কি বলেছেন তিনি?

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওতে তাকে রাস্তায় দাঁড়িয়ই আচার ও আলুকাবলি খেতে দেখা গিয়েছে। রীতিমতো নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেই সবটা বানিয়েছেন তিনি। অবশ্য তার ঝলক রয়েছে এই ভিডিওতেই। এদিন ব্লু-ডেনিম ও স্লিভলেস টপেই ছিলেন অভিনেত্রী। দাঁড়িয়ে থেকেই আলুকাবলি টেস্ট করে দেখেছেন তিনি। আর এই খাবার যে বেশ পছন্দ হয়েছিল অভিনেত্রীর, তা তার মুখের ভাব ভঙ্গিতেই স্পষ্ট ছিল। আর অভিনেত্রীর এই নিয়ম ভাঙা ঝলক পছন্দ হয়েছে তার ভক্তদেরও।

এদিন বন্ধুর এমন কীর্তি দেখে চুপ করে থাকতে পারেননি মিমিও। আমি সরাসরি রিল ভিডিওতে মন্তব্য করেই কেড়েছেন নজর। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই ঝলক যে মিমিকেও নস্টালজিক করে তুলেছিল, তা আর আলাদাভাবে বলার নয়। কমেন্টবক্সে অভিনেত্রীর মন্তব্য দেখলেই তা বোঝা যাবে। আপাতত, আলুকাবলি ও আচারের সূত্র ধরেই চর্চায় নুসরাত-মিমি। বলাই বাহুল্য, প্রথম সারির অভিনেত্রী হওয়ার সূত্রে এখন আর আগের মত রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা আলুকাবলি খাওয়ার সুযোগ হয় না। সেক্ষেত্রে এই মুহূর্তগুলো যে তাদের কাছে খুব মূল্যবান, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।