Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সন্তানের পিতৃপরিচয় কি? অন্তঃসত্ত্বা নুসরতকে কী বার্তা দিলেনে অভিনেতা যশ

Updated :  Monday, June 14, 2021 9:18 AM

বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। গত আট দিন ধরে অনেক জল্পনর পর আসল সত্য উন্মোচন হয়। অভিনেত্রী সত্যি সত্যি অন্তঃসত্ত্বা। এখন সোশ্যাল মিডিয়া আর সংবাদমাধ্যম নুসরত ময়। সাংসদ-নায়িকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে৷ নুসরতের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন, মা হওয়া নিয়ে নিয়ে বিতর্ক-সমালোচনার অন্ত নেই। এবার এই বেবিবাম্পের ছবি। প্রতিদিন কোনো ধারাবাহিকের নতুন এপিসোড সকলের সামনে আসছে।

নুসরত সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও প্রশ্ন একটা থাকছেই। তাহলে সেই সন্তানের পিতৃপরিচয় কি? এই নিয়ে যখন কৌতূহল সকলের। তবে নুসরতের আগত শিশুর বাবার নাম এখনো জানা যায়। নিখিল এই শিশুর বাবা নন আগেই জানিয়েছেন অন্যদিকে নুসরতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত এখনো কোনো কথা বলেননি। গত শুক্রবার নেটমাধ্যমে ফাঁস হয়ে গেল নুসরতের প্রথম বেবি বাম্পের ছবি। ছবি স্পষ্ট বলে দিচ্ছে প্রেগন্যান্সির ট্রাইমেসটার বা দ্বিতীয় তিন মাস চলছে নুসরত জাহানের। আর নুসরতের কোলে নতুন অতিথি আসছে সেপ্টেম্বরের প্রথম মাসে।

নুসরতের জীবনে একের পর এক ঝড় বইলেও এখনো নিস্তব্ধ আছেন যশ। সঙ্গে নুসরতের ভালোবাসার সম্পর্ক এখন শুধু টলিপাড়ার নয়, সবমহলেই জোড় চর্চা। বালিগঞ্জের বাড়িতে এখন একসঙ্গেই থাকছেন যশরত। জানা যাচ্ছে হবু মায়ের ভীষণ খেয়াল রাখছেন যশ। রবিবার বিকালে যশের ইনস্টাগ্রামের দেওয়ালে নতুন পোস্ট দেখা গেল, হালকা নীল রঙা সেমি-ফর্ম্যাল শার্ট ও ডেনিস জিনস পড়ে পোজ দিচ্ছেন যশ। দুই পকেটে হাত ঢুকিয়ে রেখেছেন, চোখে রোদচশমা, বাঁ আর ডান দিকে ঘাড় ঘুরিয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গেল যশকে। ছবির ক্যাপশনের জন্য এবারে কোনো কথা লেখেননি। শুধু তিনটি হলুদ রঙের লাভ ইমোজি যোগ করেছেন।

তবে যশের এই নীরবতা কিন্তু মেনে নিতে পারছে না অনুরাগীরা। একজন কমেন্ট বক্সে লেখেন-‘দাদা তোমাকে নিয়ে অনেক কিছু শুনছি। সত্যিটা কী তুমি বলে দাও, চুপ থেকো না’। অনেকে জানতে চান নুসরতের আগত শিশুর বাবা কি তিনি? তবে প্রেমিকের এই পোস্টে চটজলদি লাইক দিতে ভোলেননি না হবু মা। তবে কারোর কোনো প্রশ্নের উত্তর এখনো দেননি অভিনেত্রী। বরং নীরবই থাকলেন। উল্লেখ্য, যশ বিবাহিত। তবে সেই বিয়ে আজ ভেঙে গিয়েছে। ভাঙা বিয়ে, সন্তান থেকে দীর্ঘদিন এক নামী প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ প্রোডিউসারের সঙ্গে প্রেম, কোনদিন কোনো কিছুই নিয়ে কোনো কথা বলেননি। তেমনই নুসরত জাহানের সঙ্গে প্রেম, এবং নায়িকার প্রেগন্যান্সি নিয়ে চুপ আছেন যশ।