Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১-এ পা নুসরাত পুত্রের, চর্চায়-বিতর্কে বছর পার ঈশানের, শুভেচ্ছাবার্তায় ভরালেন সকলে

Updated :  Saturday, August 27, 2022 7:25 PM

গতবছর থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে নতুন করে সম্পর্কে জড়ানো, মা হওয়া সবকিছু নিয়েই চর্চায় অভিনেত্রী। উল্লেখ্য, গতবছর এই সময়ই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরাত জাহান। নাম রেখেছিলেন ঈশান। চর্চায়, বিতর্কে বছর পার করলো ঈশান। একবছরে পা যশ-নুসরাতের পুত্রের। সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়েই মিডিয়াতে চর্চায় এই তারকা জুটি।

মা হওয়ার কয়েকদিনের মধ্যেই ঈশানের পিতৃ পরিচয় সামনে এসেছিল সকালের। জানা গিয়েছিল, যশ দাশগুপ্ত ও নুসরাতের ছেলে সে। তবে তারপর থেকে নিজেদের সম্পর্কের পাশাপাশি নিজেদের অভিভাবক হওয়ার কথাও প্রকাশ্যে ফলাও করে বলেছেন এই জুটি। তবে নিজেদের ছেলেকে এখনই লাইম লাইটে আনতে নারাজ তারা। এক বছর পার হয়ে গেলেও ঈশানের একটাও ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেননি এই তারকা জুটি। তারা নিজেদের সন্তানকে চর্চার আলো থেকে দূরেই রাখতে চান।

১-এ পা নুসরাত পুত্রের, চর্চায়-বিতর্কে বছর পার ঈশানের, শুভেচ্ছাবার্তায় ভরালেন সকলে

তবে ঈশানের জন্মদিনে অভিনেতার ফ্যান পেজের তরফ থেকে একরাশ ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। তার জীবনে সদা সর্বদা যেন সুখ বিরাজমান থাকে সেই প্রার্থনাই করেছেন তারা। একগুচ্ছ ছবিও শেয়ার করা হয়েছে অভিনেতার ফ্যান পেজের তরফ থেকে। তবে কোন ছবিতেই দেখা মেলেনি নুসরাত জাহানের।

১-এ পা নুসরাত পুত্রের, চর্চায়-বিতর্কে বছর পার ঈশানের, শুভেচ্ছাবার্তায় ভরালেন সকলে

তবে গতবছর ঈশানের জন্মের পরে শত বিতর্কের মাঝেও নুসরাত ও তার সন্তানকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি নিখিল জৈন। অভিনেত্রী তার সন্তানকে নিয়ে ভালো থাকুন সেটাই কামনা করেছিলেন তিনি। তবে ঈশানের একবছরের জন্মদিন আসতেই আবারও সেইসমস্ত কথা চর্চার আলোতে। ২৬’শে আগস্ট একবছর পূর্ণ হয়েছে ঈশানের। তবে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনরকম পোস্ট করতে দেখা যায়নি এই তারকা দম্পতিকে। এর থেকে স্পষ্ট তারা এখনো চান না তাদের ছেলে এখনই চর্চার আলোয় উঠে আসুক।