Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাভির নীচ ট্যাটু, গোলাপি বিকিনিতে আগুন লাগালেন অভিনেত্রী নুসরত

Updated :  Friday, December 18, 2020 1:46 PM

আনলক পর্ব চললেও এই মুহূর্তে কাজের সংখ্যা কম থাকায় বলিউডের অনেক সেলিব্রিটি মলদ্বীপ ঘুরতে যাচ্ছেন এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করছেন। কিন্তু এমনও অনেকে আছেন যাঁরা করোনার দাপটের কথা মাথায় রেখে এখুনি কোথাও ঘুরতে যেতে রাজি নন। তাঁরা অনেকেই তাঁদের বিগত বছরের ভ্রমণের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এভাবে তাঁরা খবরেও থাকছেন এবং নেটিজেনদের সাথে যোগাযোগ বজায় রাখছেন। তাঁদের মধ্যে একজন হলেন অভিনেত্রী নুসরত ভারুচা।

নাভির নীচ ট্যাটু, গোলাপি বিকিনিতে আগুন লাগালেন অভিনেত্রী নুসরত

গত বছর মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন নুসরত। সেখানে রীতিমত বিকিনি পরে আকর্ষণীয় ছবি তুলেছিলেন তিনি। সবচেয়ে লক্ষ্যণীয় হলো তাঁর ট্যাটুগুলি। বিকিনি লাইনে ট্যাটু করিয়েছেন নুসরত। তাঁর ছবিগুলি যথেষ্ট ভাইরাল হলেও কসমেটোলজিস্টরা বিকিনি লাইন ও ভ‍্যাজাইনায় ট্যাটু করানোর সম্পূর্ণ বিপক্ষে। তাঁরা জানিয়েছেন, এর ফলে যে কোনো সময় হিতে বিপরীত হতে পারে। এই ধরনের ট্যাটু থেকে অনায়াসেই ইনফেকশন ছড়াতে পারে যা শরীরের ভিতর পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং এই ধরনের ট্যাটু না করানোই উচিত। অনেক সেলিব্রিটি মিডিয়া হাইপ টানার জন্য এই ধরনের ট্যাটু করালেও তা ঠিক নয়।

নাভির নীচ ট্যাটু, গোলাপি বিকিনিতে আগুন লাগালেন অভিনেত্রী নুসরত

নুসরত মলদ্বীপে পাঁচতারা হোটেলে ছিলেন। সেখানে বিভিন্ন কুইজিন চেখে দেখেছেন নুসরত। এমনকি খাবারের ছবিও পোস্ট করেছেন তিনি। এইধরনের খাবার চাখার সুযোগ তাঁর জীবন তাঁকে দিয়েছে। এই কারণে ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নুসরত জানিয়েছেন, যখন তিনি সমুদ্রের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে মাছদের তাড়া করছিলেন, তখন নিজেকে মৎস‍্যকন্যা মনে হচ্ছিল তাঁর। তাঁর সবচেয়ে মজা হয়েছিল যখন একটি কচ্ছপ তাঁর খুব কাছে চলে এসেছিল। নুসরত বলেছেন, মলদ্বীপের আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য তিনি কোনো দিন ভুলবেন না।