গত বছর থেকেই অজয় দেবগণ (Ajay Devgan) ও কাজল (Kajol)-এর কন্যা নায়শা দেবগণ (Nysha Devgan) বারবার দখল করছেন খবরের শিরোনাম। গত বছর নিউ ইয়ার পার্টিতে ডিপ নেকলাইনের পোশাক পরে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন নায়শা। এমনকি নীতা আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনেও তাঁর পোশাকের কারণে ট্রোল করা হয়েছিল নায়শাকে। তবে নায়শা অবশ্য সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের মতো পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি ইভেন্ট থেকে বেরোনোর সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন নায়শা।
এদিন তাঁর পরনে ছিল মাল্টিকালার সোয়েটার ড্রেস। ড্রেস জুড়ে ব্যবহার করা হয়েছিল পার্পল, কমলা, হলুদ রঙের কম্বিনেশন। নি লেংথ সোয়েটার ড্রেসটি ফুলস্লিভ। এই ড্রেসের সাথে নায়শার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। চোখে ব্যবহার করা হয়েছে ন্যুড শেডের আইশ্যাডো ও কালো আইলাইনার। ঠোঁট রাঙানো গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নায়শার চুল। তবে পাপারাৎজিদের দিকে সৌজন্যমূলক ব্যবহার না করে নায়শা গম্ভীর মুখে এগিয়ে যান গাড়ির দিকে। তবে নেটিজেনদের একাংশ আবারও কটাক্ষ করেছেন নায়শাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাঁদের মতে, কাজল-তনয়া যথেষ্ট অহঙ্কারী। কয়েক বছর আগে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন নায়শা। কিন্তু 2022 সালে ক্রিসমাসের সময় দেশে ফিরে আসেন তিনি। এরপর নায়শা আর ফিরে যাননি বিদেশে। বর্তমানে অজয় ও কাজলের সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের দায়িত্ব গ্রহণ করেছেন নায়শা। এই ট্রাস্টের কাজ হল প্রত্যন্ত এলাকার মহিলাদের পড়াশোনায় সাহায্য করা। নায়শা বলিউডে আসবেন কিনা তা জানা যায়নি। তবে কাজল বলেছেন, নায়শাকে তিনি জোর করে ক্যামেরার সামনে আনতে চান না। তিনি চান, নায়শা তাঁর ইচ্ছা অনুযায়ী কেরিয়ারের পথে এগিয়ে যান।