সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল সবাই নতুন নতুন উপায় বের করছেন ভাইরাল হওয়ার। কেউ অদ্ভুত পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন তো কেউ আবার, খেতে গিয়ে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাচ্ছেন। কিন্তু, ধর্মীয় আস্থা নিয়ে ছেলেখেলা! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কি এতটা নিচে নামতে পারবেন কেউ? আর যদি কেউ তেমন করেও ফেলেন, সোশ্যাল মিডিয়ায় কি তাকে ছেড়ে দেওয়া হবে? এবারে সেরকমই একটা দৃষ্টান্ত স্থাপন হল উত্তরপ্রদেশের অযোধ্যায়। অযোধ্যায় সরয়ু নদীর তীরে রাম কি পৌরিতে স্নান করার সময় রিল তৈরির ঘটনা প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সরয়ু নদীতে স্নান করতে গিয়ে রিল তৈরি করছেন এক মহিলা। ‘জীবন মে জানে জানে’ গানে নাচতে দেখা যায় ওই নারীকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ইন্টারনেট ব্যবহারকারীরা ওই মহিলা এই কর্মকাণ্ডের ব্যাপক নিন্দা করেছেন। তিনি যেভাবে রিল ভিডিও তৈরি করুন না কেন, ধর্মীয় আস্থা নিয়ে ছিনিমিনি খেলা তার একেবারে উচিত হয়নি। সেই জন্যই ওই মহিলার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তথ্য পেয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
অযোধ্যার সরয়ু নদীতে স্নানরত এক মহিলাকে ‘রাম কি পৌড়ির’ ঘাটে নাচতে দেখা যায়। গোলাপী সালোয়ার স্যুট পরা ওই মহিলাকে ‘জীবন মে জানে জানা’ নাচ করতে দেখা গেছে। এই নাচ যে খুব একটা ভালো নাচ ছিল সেটা বলা যায় না। বলতে গেলে এই নাচের ভিডিওটিকে সেন্সুয়াল ভিডিও বলাটাই ভালো। সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে এই মহিলা হচ্ছেন ব্যাপকভাবে ট্রল। যদিও, এই ধরনের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির এবং আরও অনেক মন্দিরের বাইরে নারীদের এরকম নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেদারনাথে ভিডিও ভাইরাল হওয়ার পরে, বদ্রি-কেদার মন্দির কমিটি রিল তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিল।
যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই মহিলার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সকলে। অনেকেই বলেছেন, আপনি যেখানেই নাচ করুন না কেন, এরকম ধার্মিক জায়গা যার সাথে আমাদের সনাতন ধর্মের যোগ রয়েছে, রামের যোগ রয়েছে, সেখানে এইসব ভিডিও করা একেবারেই ঠিক না। আপনার এই নাচের সময় আপনার পোশাক একেবারেই ঠিক ছিল না। সঙ্গেই এইসব নাচ এখানে করাটা একেবারেই শোভনীয় নয়। ফলে, সব মিলিয়ে ওই মহিলা বেশ চাপে রয়েছেন এই মুহূর্তে। ভিডিওটির প্রতিক্রিয়ায় অযোধ্যা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অযোধ্যা পুলিশ এক্স-এ লিখেছে যে ইনস্পেক্টর ইনচার্জকে অযোধ্যায় এই সম্পর্কে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
#अयोध्या :राम की पैड़ी में रील बनाते एक महिला का वीडियो हुआ वायरल पानी के अंदर फिल्मी गाने पर ठुमका लगाते …
हमारे धार्मिक स्थलों के लिए क्या समझ के रखा है नाचने वाले लोगों ने pic.twitter.com/6q4zYANM3f
— Vikram Singh Parmar (@vikram_rajaB) October 10, 2023














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside