পূজোর মাসে পাওয়া যাবে বাড়তি রেশন, দেখে নিন কোন কার্ডে কতটুকু রেশন পাওয়া যাবে
এবার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নাগরিকদের জন্য খুশির খবর জানালো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর।
এবার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নাগরিকদের জন্য খুশির খবর জানালো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। পুজোর আগে খাদ্য দপ্তরের ঘোষণায় রীতিমতো খুশি সাধারণ জনগণ। আমরা আপনাদের বলি, রেশন কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, যেটি মানুষের খাদ্যের মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ, রেশন কার্ডের মাধ্যমে এটা প্রমাণ করা সম্ভব যে, একজন ব্যক্তি ভারতীয় নাগরিক কি না। যদি আপনিও একজন রেশন কার্ডধারী হন এবং পুজোর আগেই রাজ্য সরকারের বাড়তি রেশনের সুবিধা নিতে চান, তবে এক্ষুনি আপনার জেনে নেওয়া প্রয়োজন চলতি মাসে কোন কার্ডে কত পরিমান রেশন পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড: পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের জন্য সর্বাধিক রেশন অফার করে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড। আপনি যদি অন্ত্যোদয় অন্ন যোজনার অন্তর্গত হন, তবে চলতি মাসে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে পাবেন। এর পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ১ কেজি চিনি পাবেন উপভোক্তা।
SPHH & PHH Card: পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত নাগরিকদের কাছে SPHH & PHH কার্ড রয়েছে, তারা এই পূজার মরশুমে পরিবারের প্রত্যেক সদস্য পিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে আটা একেবারে বিনামূল্যে। তবে যদি কোন ব্যক্তি আটা নিতে না চান সেক্ষেত্রে তিনি অতিরিক্ত ২ কেজি চাল পাবেন।
RKSY – 1 & RKSY – 2 Card: যারা রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অধীনে RKSY – 1 & RKSY – 2 কার্ডধারী, তারা করোনা কালীন পরিস্থিতিতে মাথাপিছু ৫ কেজি করে চাল পেতেন। তবে সম্প্রতি সেই সুবিধা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে RKSY – 1 & RKSY – 2 কার্ডধারী ব্যক্তিরা মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন।