Puri Rath Yatra: করোনা আবহে এবারও ভক্ত ছাড়াই পুরীর রথযাত্রা, নির্দেশ উড়িষ্যা সরকারের

গতবছরের ন্যায় এবারও ভক্তশুণ্য হতে চলেছে পুরী রথযাত্রা। আজ একটি নির্দেশিকা জারি করে ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে, আগের বারের মতো এবারেও পুরীর রথ যাত্রায় কোনরকম ভক্ত সমাগম হবে না। আগের…

Avatar

By

গতবছরের ন্যায় এবারও ভক্তশুণ্য হতে চলেছে পুরী রথযাত্রা। আজ একটি নির্দেশিকা জারি করে ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে, আগের বারের মতো এবারেও পুরীর রথ যাত্রায় কোনরকম ভক্ত সমাগম হবে না। আগের বারে যেভাবে সমস্ত ধরনের করোনা বিধি মেনে একদম ফাঁকায় রথযাত্রার করা হয়েছিল ঠিক সেই রকম ভাবেই এবছরের রথযাত্রার করা হবে।

রথযাত্রা কিছুদিন আগে থেকে পুরী চত্বর সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হবে। উড়িষ্যা পুলিশ সম্পূর্ণ ব্যাপারটি দেখাশোনা করবেন। তারা নিশ্চিত করবেন যেন এবারে রথ যাত্রার সময় কোন ভাবে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আগের বছর এরকম সুস্থভাবে রথযাত্রা হয়েছিল সে রকমই হয়।

এবারে রথযাত্রা পড়েছে ১২ জুলাই। তার আগেই পুরী চত্বরের চতুর্দিক ঘিরে ফেলা শুরু করবে ওড়িশা সরকার। সমস্ত পুরোহিতদের করোনা পরীক্ষা করা হবে। তারপর যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদেরকে শুধু এই রথ টানার অনুমতি দেওয়া হবে।

মন্দিরের একজন সেবাইত রাকেশ দৈতাপতি নিজেও জানিয়েছেন এবারে তারা সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারপরেই পুরীর রথযাত্রা উৎসব করবেন। টিভির মাধ্যমে ভক্তরা সমস্ত রথযাত্রা দেখতে পাবেন একেবারে লাইভ। যারা পূজারী থাকবেন এবং যারা সেখানকার শেবাইত থাকবেন শুধুমাত্র তারা এবারে রথযাত্রায় রথ টানতে পারবেন। তার সাথেই, পুলিশ কর্মী এবং রাজ্য প্রশাসনের সহায়তায় এ বারের জন্যেও পুরীর রথযাত্রার ভালোভাবে নিষ্পন্ন হবে বলে মনে করছেন মন্দিরের পুরোহিতরা।