ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫জি স্মার্টফোনের উপর চলছে দুর্দান্ত ডিসকাউন্ট, অফার মাত্র ৩ দিন বাকি

ফ্লিপকার্টে এই মুহূর্তে কিছু স্মার্টফোনের উপরে চলছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার

Advertisement

আপনার যদি এই মুহূর্তে একটি ৫জি স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে এটাই হলো আপনার জন্য একেবারে সেরা সময়। আপনাদের জানিয়ে রাখি, এই সপ্তাহে শুরু হতে চলেছে FLIPKART BIG BACHAT DAYS SALE। এই অফার ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই অফারে আপনি ৫জি স্মার্টফোনের উপরে দুর্দান্ত ডিসকাউন্ট পেয়ে যেতে চলেছেন। আজ আমরা আপনাকে এই সেলের দুর্দান্ত কয়েকটি স্মার্টফোন এর ব্যাপারে জানাতে চলেছি। এই তালিকায় রয়েছে ১০টি ফাইভজি স্মার্টফোন যার দাম ১৫০০০ টাকা থেকেও কম। এই তালিকার সবথেকে সস্তা ফাইভ জি ফোন হল মাত্র ৯৯৯৯ টাকার। চলুন তাহলে এই তালিকায় দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন রয়েছে।

১. POCO M6 5G

ফ্লিপকার্টে এই মুহূর্তে এই স্মার্টফোনটি মাত্র ৯৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৪ জিবি ৱ্যাম, ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ডাইমেনসিটি ৬১০০ প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী।

২. ITEL P55

এই স্মার্টফোনের দাম এই মুহূর্তে ফ্লিপকার্টে রাখা হয়েছে মাত্র ৯৯০৪ টাকা। এই স্মার্টফোনে আপনি ব্যাঙ্ক অফার গ্রহণ করে আরো ডিসকাউন্ট পেতে পারেন। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।

৩. LAVA BLAZE 2

ফ্লিপকার্টে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, ১০২৫০ টাকায়। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০০০ মিলি আম্পিয়ার ব্যাটারী

৪. VIVO T2X

ফ্লিপ কার্টে এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ১১৯৯৯ টাকা। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, প্রসেসর হিসেবে থাকছে ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী।

৫. MOTOROLA G34

এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসের, ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী এবং ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

৬. REALME 11X

স্মার্টফোনটি এই মুহূর্তে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায়। এই স্মার্টফোনে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ডাইম্যানসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট এবং ৫০০০ মিলি আম্পিয়ার ব্যাটারী।

৭. INFINIX NOTE 30

ফ্লিপকার্টে এই স্মার্টফোন পাওয়া যাবে ১৪৯৯৯ টাকায়। এই স্মার্টফোনে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং, ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, থাকছে ডায়মেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট এবং ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।

৮. POCO M6 প্রো

এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ১০৯৯৯ টাকা। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এবং তার সাথেই থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।

৯. MOTOROLA G54

এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ১২৯৯৯ টাকা। স্মার্টফোনে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা, ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।

১০. Poco X5

ফ্লিপকার্টে এই স্মার্ট ফোন বিক্রি হচ্ছে ১২৯৯৯ টাকায়। এই স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।

Related Articles

Back to top button