Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নয়, একটু হলেই অন্য নায়িকাকে বিয়ে করে ফেলছিলেন অঙ্কুশ

Updated :  Tuesday, August 31, 2021 1:15 PM

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম হার্টথ্রব অভিনেতাদের মধ্যে একজন। একের পর এক হিট সিনেমা দিয়ে টলিউডে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। অঙ্কুশ অভিনয়ের পাশাপাশি তুখোড় ডান্সের জন্য টলিপাড়ায় বেশ খ্যাত অভিনেতা। নিজের কুল লুক আর স্টাইলের জন্য মহিলা অনুরাগীর কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে অঙ্কুশের সঞ্চালনা শোয়ের টিআরপি বেড়েই চলেছে৷ অন্যদিকে অভিনেতার হাতে রয়েছে অনেকগুলি নতুন সিনেমার প্রজেক্ট।

কাজের পাশাপাশি নিজের গার্লফ্রেন্ড ঐন্দ্রিলাকে সময় দিতে ভোলেননা অভিনেত্রী৷ এই জুটির প্রেমের বয়স ১০ বছর। অঙ্কুশ – ঐন্দ্রিলা অফস্ক্রিন যেমন সোশ্যাল মিডিয়াতে হিট তেমনই এই জুটির রুপোলি পর্দায় একসাথে কাজ সকলের বেশ পছন্দ হয়। এই জুটিকে একসাথে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহু সিনেমাপ্রেমী। । কিছুদিন আগেই অভিনেতা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ও আমাদের পরিবারের একটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ’।

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নয়, একটু হলেই অন্য নায়িকাকে বিয়ে করে ফেলছিলেন অঙ্কুশ

তারপরই সবাই ভেবেছিল সত্যি এবার এরা বিয়ে করতে চলেছে। যদিও অঙ্কুশ সব সাসপেন্সের অবসান ঘটায়। কারণ তিনি বিয়ে না একটি বি এম ডব্লু গ্রেড ৪ কিনেছেন আর সেই অপেক্ষার কথাই অনুগামীদের বলেন। ঐন্দ্রিলাও আনন্দ করে সোশ্যাল মিডিয়ায় জানায়, ঘরে সতীন এসছে। অবশ্য তারপর অনুগামীদের উদ্দেশে ছোট্ট বার্তা দেন বিয়েটাও জলদি হবে। শোনা যাচ্ছে, এইবছর শেষের দিকে নিজেদের প্রেমকে পরিণতি দিতে চাইছেন এই জুটি।

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নয়, একটু হলেই অন্য নায়িকাকে বিয়ে করে ফেলছিলেন অঙ্কুশ

তবে এর মাঝেই অঙ্কুশ এক সংবাদমাধ্যমে নিজের বিয়ের সিক্রেট ফাঁস করলেন। অভিনেতা জানান, একবার সত্যি সত্যি অন্য এক নায়িকার সাথে তাঁর বিয়ে হতে যাচ্ছিল। হ্যাঁ অবাক লাগলেও সত্যি। ছবির চিত্রনাট্যের জন্য অঙ্কুশ এর আগে রিলে অনেকবার নতুন বর সেজেছিলেন। এরকমই এক সিনেমা করার সময় ছবির নির্মাতারা আসল পুরোহিত আনে বিয়ের সিনের জন্য। আর সেই পুরোহিত মিথ্যা মন্ত্রে কোনো মতে অভিনয় করবেননা। অগত্যা সিনের জন্য সত্যি সত্যি বিয়েতে বসেন। তবে পরিচালকের পরামর্শে জোরে জোরে নিজের সংলাপ বলে যান যাতে পুরোহিতের মন্ত্র বলতে না হয়। যাতে ওই নায়িকার সঙ্গে বিয়েটা না হয়ে যায়! তবে অঙ্কুশ ঐন্দ্রিলাকেই নিজের জীবন সঙ্গী করতে চান।