Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ঢোলিড়া’ গানের তালে পর্দার বড় বৌদির সাথে নাচলো নীপা, উচ্ছ্বসিত ভক্তরাও

Updated :  Sunday, March 13, 2022 10:03 PM

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পর্দার নীপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহা। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে মোদক বাড়ির সবথেকে ছোট সদস্য সে। মিঠাইয়ের পাশাপাশি নীপাও মজার মজার কথা বলে মাতিয়ে রাখে গোটা পরিবারকে। তবে ধারাবাহিকের পর্দায় নীপাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে বেশ কিছু সপ্তাহ ধরে। যারা অভিনেত্রীকে চেনেন এবং ফলো করেন তারা জানবেন কয়েকমাস আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। সম্ভবত সেই কারণেই ধারাবাহিকের পর্দাতেও হুইলচেয়ারে দেখা যাচ্ছিল তাকে।

তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পর্দার তোর্সা অর্থাৎ অভিনেত্রী তন্বী লাহা রায়ের সাথে তুমুল নাচতে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি’র অন্যতম জনপ্রিয় গান ‘ঢোলিড়া’র সিগনেচার স্টেপের সাথে ইনস্টারিল বানিয়েছেন তারা। বর্তমানে যার ভিউজ অনেক। সম্ভবত ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’এর দিনেই এই ইনস্টারিলটি বানিয়েছেন এই দুই টেলি তারকা। সোনার সংসারের সাজেই ছিলেন দুজনে, তা তাদের পোশাক দেখেই স্পষ্ট হয়েছে।

এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়েছে। ভিডিওতে ঐন্দ্রিলাকে লাল রঙের আনারকলিতে দেখা গিয়েছে। অন্যদিকে লাল শাড়ি ও সোনালী রঙের ডিজাইনার ব্লাউজে দেখা মিলেছে তন্বীর। তার খোঁপায় ছিল বেল ফুলের মালা। নিঃসন্দেহে দু’জনকেই দুর্দান্ত দেখাচ্ছিলো। উল্লেখ্য, ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’এ মিঠাই পরিবারের প্রায় সকল মেয়েরাই লাল রঙের পোশাকে সজ্জিত ছিলেন।

কয়েকমাস আগে যখন নীপার পা ভেঙে যায়, তখন তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনায় তাকে অনেক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তবে সম্প্রতি নীপাকে আবারো আগের অবস্থায় দেখতে পেয়ে খুশি তার ভক্তরাও। আবার অনেকে তাকে সাবধানে নাচার পরামর্শ দিয়েছেন, কারণ সদ্যই তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই নাচের ভিডিও দেখে রীতিমতো উচ্ছ্বসিত তার ভক্তরা। রিল ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা।