Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হালকা ছুটির মেজাজে অভিনেত্রী, হট অবতারে ধরা দিলেন ঐন্দ্রিলা সেন

Updated :  Friday, March 26, 2021 3:20 PM

বাঙালি দর্শকদের মধ্যে অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলার জুটি সবথেকে জনপ্রিয় জুটির মধ্যে একটি। এই জুটির কথা এখন মাঝে মধ্যেই শোনা যায় টলিপাড়ায় কান পাতলে। জানা যাচ্ছে, তারা নাকি বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। আর তার সাথেই তারা শুরু করে দিয়েছেন আরো অনেক কিছুর প্রস্তুতি। আর বিয়ের আগেই তারা আরো একবার নিজেদের প্রী হানিমুন সারতে পৌঁছে গেলেন সুদূর মালদ্বীপ।

দিনকয়েক আগে দেখা যায় অঙ্কুশ এবং ঐন্দ্রিলা একসাথে একটি ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটের অন্দরমহল এতটাই ঝাঁ চকচকে যে যে কারোর তাক লাগতে বাধ্য। সোসিয়াল মিডিয়ায় তারা একসাথে এই ফ্ল্যাটের ছবি আপলোড করেছিলেন। বিয়ের তোড়জোড় করতে এরা ব্যস্ত। তাই এই ফ্ল্যাটের কেনার পরিকল্পনা।

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা একসাথে একটা সি বিচে ঘুরতে যাবেন, এটা তাদের অনেকদিনের ইচ্ছা ছিল। আর এই ইচ্ছা পূরণের লক্ষ্যেই এবারে তারা উড়ে গেলেন সুদূর মালদ্বীপে। তবে এখন একের পর এক টলিউড অভিনেতা এবং অভিনেত্রী রাজনীতিতে যোগ দিচ্ছেন। এর মধ্যেই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা রাজনৈতিক লড়াইয়ে থেকে দূরে একদম সোজা চলে গেলেন মালদ্বীপের মতো একটি সি বিচে। সেখানে গিয়ে হালকা ছুটির মেজাজে দেখা গেল এই দুজনকে। মালদ্বীপে গিয়ে ঐন্দ্রিলা ধরা দিলেন তার হট অবতারে। একটি ছবিতে দেখা গেল তিনি প্রজাপতি আকৃতির অন্তর্বাসের উপরে একটি সাদা স্রাগ পরে রয়েছেন।

আবার অন্য একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে একেবারে পুরো পিঠ খোলা সুইমিং কস্টিউমে। কখনো আবার একটি লাল রঙের অন্তর্বাসের ওপর একটি কালো নেটের টপ পরে সমুদ্রসৈকতে দোল খাচ্ছে ঐন্দ্রিলা। অঙ্কুশ ও কিন্তু কিছু কম যান না। তিনিও সেই সী বিচে গিয়ে হাজারো হাজারো ভালো ছবি তুলেছেন। তার মধ্যে বেশকিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন। একটি ছবিতে তাকে দেখা গেল একটি কালো রঙের গেঞ্জি পরে সমুদ্রসৈকতে বসে থাকতে। অন্যদিকে আবার মালদ্বীপে যে হোটেলে তিনি গিয়ে উঠেছেন সেখানে একগ্লাস লেমোনেড এর দাম হাজার টাকা। সেই দাম শুনে একেবারে হকচকিয়ে গিয়েছেন অঙ্কুশ। তাইতো ক্যাপশন দিয়েছেন, ” শরবত এর মধ্যে লুকানো হীরা খুঁজছি।” এভাবেই নিজেদের ছুটি কাটানোর মুহূর্তগুলোকে নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।