‘ওরে জবা রে, ফিরে আয় মা’, সিরিয়াল দেখে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা, তুমুল ভাইরাল ভিডিও
সন্ধ্যা হলেই টেলিভিশনে চোখ আটকে আজকাল বসে পড়েন অধিকাংশ বাড়ির মেয়েরা। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কে আপন কে পর’-এর জবার ঠিকুজি-কুলুজী তাঁদের মুখস্ত। জবার মতো বউ তাঁরা জীবনেও দেখেননি। মাঝে মাঝে শাশুড়িরা বউদের বলেন হয়তো, “জবার মতো হতি পারো নে!” কখনও আবার টিভি-র রিমোট নিয়ে যুদ্ধ চলে পরিবারের সদস্যদের সঙ্গে। প্রাণ থাকতে একটি এপিসোড মিস হতে দেবেন না মেয়েরা।
তা, ‘কে আপন কে পর’-এ জবার মৃত্যুদিনে মুখে কাপড় চাপা দিয়ে হুহু করে কেঁদে উঠলেন এক ভদ্রমহিলা। মহিলার বয়স পঞ্চাশের উপরে। ভদ্রমহিলা খাটের পাশে চাদর মুড়ি দিয়ে বসে একটানা কেঁদেই চলেছেন মহিলা। মহিলার ছেলে মা-কে অনেকক্ষণ ধরে বোঝালেন, এটা সিরিয়াল, জবার কিছু হয়নি। কিন্তু ভদ্রমহিলা কেঁদেই চলেছেন। তখন বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়ে নিজের মোবাইল নিয়ে বসলেন ছেলে। তখন মাথায় এল বুদ্ধি। মায়ের ‘রুদালী’ মার্কা কান্না ভিডিও করে ছেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে হয়ে গেল ভাইরাল।
মায়ের কান্না শুনে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে কিনা কে জানে জবা চিতার থেকে বেঁচে উঠে এল। কিন্তু জীবিত হয়েই পঞ্জাবি সেজে জবা কিডন্যাপ করতে শুরু করে। ‘কে আপন কে পর’ -এ বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বৌ হয়ে ওঠা জবা হঠাৎ আইনজীবী হয়ে যায়। এমনকি প্রয়োজনে জবা বম্ব ডিফিউজড করতে পারে। জবার ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা। সিরিয়ালে তাঁর ছেলে-মেয়েও তাঁর বয়সী। ‘কে আপন কে পর’-এর চিত্রনাট্য দেখলে অনায়াসেই বোঝা যায় এই চিত্রনাট্য ভিনগ্রহের প্রাণীরা লিখেছেন।