সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই আমরা এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখি, যা রীতিমতো মন ছুঁয়ে যায়। মনে থেকে যায় অনেকদিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনি এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।
পশুদের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। এই ভালোবাসা নিঃস্বার্থ। সম্প্রতি বলাই বাহুল্য, সেই নিঃস্বার্থ ভালোবাসার আবারো প্রমাণ পেল গোটা নেটদুনিয়া। কয়েকদিন ধরেই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিওটি একবার দেখার পর, অধিকাংশ নেটজনতা বারবার দেখছেন সেটি। আইএএস অফিসার অবনীশ শরণ নিজের টুইটারের পাতায় এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আসল বিষয়টি লিখে জানিয়েছেন তিনি।
रोज सुबह एक वृद्घा बंदरों को रोटी देती थी. बीमार होने की वजह से दो दिन रोटी नहीं दे पाई तो बंदर उनका हाल जानने के लिए उसके पास आए.
दिल को छूने वाले क्षण.❤️ pic.twitter.com/K4TdCSKL3w
— Awanish Sharan (@AwanishSharan) April 2, 2022
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে একটি হনুমান হঠাৎ করেই এক গৃহস্থলীর ঘরে ঢুকে আসে। ঘরে ঢুকেই খাটে শুয়ে থাকা বুড়ি ঠাকুরমার গায়ের উপর উঠে বসে সে। কখনো তার গলা জড়িয়ে ভালোবাসা জাহির করে, আবার কখনো তার উপর বসেই তার মাথায় হাত বুলিয়ে দেয় হনুমানটি। সেই ঘরে ছিলেন আরো এক মহিলা, সম্ভবত তিনি এই বুড়ি ঠাকুরমার ছেলের বউ কিংবা মেয়ে। তিনি হনুমানটিকে দেখে হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন। আসলে এই দেশে হনুমানকে ভগবান হিসেবেই পূজা করা হয়।
আসল কথা হল, এই বুড়ি ঠাকুমা রোজ একদল হনুমানকে রুটি দিত খাওয়ার জন্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দু-তিনদিন তিনি যেতে পারেননি তাদের খাবার দিতে। তাকে দেখতে না পেয়ে তারা নিজেরাই চলে এসেছিল তার বাড়িতে। ভিডিওটিতেই দেখা গিয়েছে, নিজের চোখে তাকে দেখে তাকে আদর করে চুপচাপ সেখান থেকে চলে যায় সে। আর সেই দৃশ্যই ঘরের মধ্যে উপস্থিত কোন এক ব্যক্তি ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমন ভিডিও শেয়ার হলে, তা ভাইরাল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত, এই ভিডিওটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases