Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই ৫ টাকার নোট আপনার ভাগ্য বদলে দেবে, এই বিশেষত্ব থাকতে হবে নোটে

Updated :  Saturday, November 25, 2023 8:35 AM

ভারতে এমন অনেক জিনিস আছে যেগুলি মানুষ অনেকদিন ধরে সংরক্ষণ করতে খুব পছন্দ করেন। এরকম কয়েকটি জিনিসের মধ্যে অন্যতম হলো প্রাচীন মুদ্রা এবং কিছু নোট। আপনিও যদি এরকম ধরনের পুরনো কয়েন এবং নোট সংগ্রহ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আপনার কাছে যদি এমন একটা নোট থাকে যেটি পাঁচ টাকা মূল্যের এবং সেখানে নোটের পিছনে ট্রাক্টরের ছবি থাকে তাহলে এই নোট বিক্রি করে আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। আর যদি আপনার কাছে সেই নোট একাধিক সংখ্যায় থাকে তাহলে তো আপনি কোটিপতি হয়ে যেতে পারেন।

আপনার কাছে যদি এই রকমের ৫ টাকার নোট থাকে তাহলে আপনি ভাল পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। এই ধরনের নোটগুলিকে মূলত একটা অ্যান্টিক ক্যাটাগরিতে রাখা হয়। ৫ টাকার এই বিরল নোট বিক্রি করতে হলে আপনার আগে জেনে রাখতে হবে এই নোটের নম্বরে কিন্তু ৭৮৬ নম্বরটি থাকতে হবে। যদি আপনার কাছে থাকা নোটের নম্বরে ৭৮৬ লেখা থাকে তাহলে কিন্তু আপনি এই নোট বিক্রি করতে পারেন। তাহলেই সেটা বিরল বলে বিবেচিত হয়। এই অত্যন্ত দুর্লভ নোট কে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্বীকৃতি দিয়েছে অ্যান্টিক নোট হিসেবে।

করোনাভাইরাসের সময়ে এই বিশেষ স্বীকৃতি পেয়েছিল এই ধরনের নোট। আপনার কাছে যদি এরকম কোন নোট থাকে তাহলে আপনি কয়েন বাজার ওয়েবসাইটে গিয়ে খুব সহজে বিক্রেতা হিসেবে এই নোট বিক্রি করতে পারেন। এর জন্য আপনাকে কয়েন বাজার ওয়েবসাইটে লগইন করে সেখানে নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে এবং তারপর আপনার নোটের ছবি আপলোড করে সেখানে একটা বিজ্ঞাপন দিতে হবে। তাহলেই যারা ক্রেতা রয়েছেন তারা আপনার নোট যাচাই করে আপনার সঙ্গে দরদাম করতে আসবেন।