Gold Price: লাগাতার দাম কমছে, যারা সোনার গয়না কিনছেন তারা আজ খুশি, জেনে নিন আজকের সোনার রেট
গত দেড় মাসে সোনা এবং রুপোর দাম দুটোই লাগাতার ভাবে কমেছে
আর কিছুদিনের মধ্যেই যদি আপনার সোনা এবং রুপম গয়না কেনার পরিকল্পনা থাকে তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই। গত ছয় দিনে সোনা এবং রুপোর দামে লাগাতার পতন দেখা গিয়েছে দেশের বাজারে। আর আজ আবারো প্রায় ৩০০ টাকা দাম কমেছে সোনার। গত দেড় মাসে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৯ হাজার টাকা কমেছে। মে মাসের শুরুতে সোনার দাম ৬১ হাজার টাকার উপরে থাকলেও, এখন সোনার দাম অনেকটাই নিচে। অন্যদিকের রুপোর দাম একটা সময়ে ছিল ৭৭ হাজার টাকার উপরে। এখন সেই ধাতুর দামও অনেকটা নিচে রয়েছে।
শুক্রবার সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ এবং বুলিয়ান বাজারে সোনা এবং রুপোর দাম দুটোই রয়েছে নিচের দিকে। এর ফলে যারা বিনিয়োগ করেছিলেন সোনা এবং রূপোতে তাদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হলেও, সাধারণ মানুষের জন্য বিষয়টা বেশ ভালো। গত দেড় মাসে সোনার দাম প্রায় ৩,৫০০ টাকা কমেছে। রুপোর দাম ৬৮,০০০ টাকার স্তরে এসে গেলেও, যেরকমভাবে সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পাচ্ছিল, এখন তা আবার দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে।
শুক্রবার মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জে সোনা এবং রুপোর দুটি ধাতুরই দাম কমেছে। এমসিএক্স সূচকে শুক্রবার সোনার দাম ৬৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৮,১২৩ টাকা হয়েছে। অন্যদিকে রুপোর দাম ৩১৩ টাকা কমে প্রতি কেজিতে ৬৭,৯৯৫ টাকা হয়েছে। এর আগে বৃহস্পতিবার MCX সূচকে সোনার দাম ৫৮,১৯৬ টাকা এবং রুপোর দাম প্রতি কেজি ৬৮,৩০৮ টাকায় বন্ধ হয়েছিল।