শ্রেয়া চ্যাটার্জি – একমাস আগেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি ওড়িশার শান্তশিষ্ট সমুদ্রতটের ডিম পেড়ে গিয়েছিল একদল কচ্ছপ। তারা যত্ন সহকারে ডিম পেড়ে বালি চাপা দিয়ে তাদের বাচ্চা গুলিকে প্রকৃতি মায়ের কাছে সমর্পণ করে চলে গিয়েছিল। প্রকৃতিও এতদিন তাদের কে সযত্নে লালন পালন করেছিল। আসলে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, তাই সমুদ্রের পাড় গুলিও জনশূন্য। এই আনন্দে তারাও বেশ যত্নে বালির মধ্যে এতদিন ঘুমিয়ে ছিল। অবশেষে তাদের দিনগুলি ফুটেছে ডিম থেকে বেরিয়ে আসছে ছোট্ট ছোট্ট কচ্ছপ ছানা, বলতে পারলে তারাও হয়তো বলে উঠতো দেখব এবার জগৎটাকে।
ওড়িশার গঞ্জাম এর রুশিকুল্যা সমুদ্রতট ধরে প্রায় ৬ কিলোমিটার জায়গা জুড়ে তাদের রাজত্ব ছিল। এর অসাধারণ ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। গুটি গুটি পায়ে কচ্ছপ ছানার দল ভেসে যাচ্ছে সমুদ্রের জলে। উড়িষ্যা ওয়াইল্ডলাইফ অর্গানাইজেশন এর তরফ থেকে জানানো হচ্ছে, প্রায় ৫০% কচ্ছপের সংখ্যা বেড়ে গেল এই উড়িষ্যার সমুদ্রতটে বাসা বানানোর জন্য।
A sight that casts magical spell year after year?
Nearly 2 crore plus olive Ridley hatchlings have emerged & made their way to sea from half of about 4 lakh nesting at Nasi-2 islands, Gahirmatha rookery Odisha.
The spectacle continues. Early morning video. pic.twitter.com/C0IKTWNCko
— Susanta Nanda IFS (@susantananda3) May 8, 2020
করোনা ভাইরাস মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই পৃথিবীতে বাস করার অধিকার শুধুমাত্র মানুষের নয়। একটা সময় মানুষ প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে উঠে গেছে উন্নতির শিখরে। তখন পশুরা যথেষ্ট জর্জরিত হয়েছিল মানুষের অত্যাচারে। যে মুহূর্তে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে, সেই মুহূর্তে পশুরাও তাদের নতুন রূপ ধারণ করে প্রকৃতিতে হেসে খেলে বেড়াচ্ছে। তারা পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করছে।