Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সবার সামনে শুটিং করতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন রেখা-ওমপুরি, দীর্ঘসময় চলেছিল বিতর্ক

Updated :  Wednesday, May 17, 2023 5:58 PM

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। আর সেই সমুদ্রে এমন অনেক কিছুই রয়েছে, যা আজও অজানা সাধারণের অনেকাংশের কাছে। সম্প্রতি সেই অজানার ঝুলি থেকেই প্রকাশ্যে এসেছে এক না জানা ঘটনা, যা শুনে অবাক দর্শকদের একাংশ। এই মুহূর্তে মিডিয়ার পাতায় ৯০ দশকের এক ছবির কথা উঠে এসেছে, যেখানে পর্দায় প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল রেখা ও ওমপুরিকে। আর সেই ঝলক নিয়ে মিডিয়ার পাতায় বিতর্কও চলেছিল দীর্ঘসময়।

১৯৯৭ সালের একটি ছবি এই মুহূর্তে চর্চার আলোয়। এই ছবিতে মুখ্য ভূমিকায় বলিউডের এভারগ্রীন রেখা ও ওমপুরিকে দেখা গিয়েছিল। এই মুহূর্তে ‘আস্থা: ইন দ্যা প্রিজন অফ স্প্রিং’ ছবির কথাই বলা হচ্ছে। উল্লেখ্য ছবিতে স্বামী-স্ত্রী হিসেবেই দেখা মিলেছিল তাদের। আর সেই সূত্রেই ক্যামেরার সামনে একাধিক সাহসী ও রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছিলেন তারা। আর অভিনয় করতে গিয়েই চরিত্রের খাতিরে তারা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন, যে অনস্ক্রিন ও অফস্ক্রিনের তফাৎ ভুলেছিলেন তারা। পরবর্তীকালে বক্সঅফিসে সেই ছবি সেভাবে ব্যবসা করতে না পারলেও, মিডিয়ার পাতায় সাহসী দৃশ্যের সূত্র ধরে বিতর্কে ছিল দীর্ঘদিন।

ছবিতে একটি দৃশ্যে দুজনকেই অতিরিক্ত ঘনিষ্ঠভাবেই শুয়ে থাকতে দেখা গিয়েছিল। দৃশ্যটি চলাকালীন তারা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে অনস্ক্রিন ও অফস্ক্রিনের তফাৎ হারিয়েছিলেন। পরে সম্বিৎ ফিরতে সময় লেগেছিল বেশ কিছুটা। তাদের এই দৃশ্য নিয়ে মিডিয়ার পাতায় সেইসময় কম চর্চা হয়নি। দুজন প্রফেশনাল অভিনেতা-অভিনেত্রী হিসেবে স্ক্রিপ্টের স্বার্থেই এমন অভিনয় করেছিলেন তারা। আপাতত, সেই ঘটনাই এতদিন পর পুনরায় চর্চায় উঠে এসেছে। আর যার সূত্র ধরে চর্চিত ছবির তারকারাও।

উল্লেখ্য, ২০১৭ সালেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ওমপুরি। মুম্বাইয়ের ফ্ল্যাটে রহস্যজনকভাবেই মিলেছিল তার দেহ। তবে তার সুরাহা হয়নি আজও। অন্যদিকে এভারগ্রীন রেখা অনেকদিন হল বড়পর্দা থেকে দূরে সরে গিয়েছেন। তবে নানা অনুষ্ঠান ও রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে দেখা মেলে তার।