Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অ্যামাজন থেকে বই অর্ডার, প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার কংগ্রেসের

সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ এর সাংবিধানিক বৈধতা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ৭১তম সাধারণতন্ত্র দিবসে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবিধানের একটি অনুলিপি উপহার স্বরূপ দিয়েছে। অনলাইন সংস্থা অ্যামাজন থেকে ভারতীয় সংবিধানের একটি…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ এর সাংবিধানিক বৈধতা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ৭১তম সাধারণতন্ত্র দিবসে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবিধানের একটি অনুলিপি উপহার স্বরূপ দিয়েছে। অনলাইন সংস্থা অ্যামাজন থেকে ভারতীয় সংবিধানের একটি বই পে অন ডেলিভারিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে অর্ডার করে দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। এদিন দিল্লির শাহীনবাগে চলা আন্দোলন মঞ্চ থেকে অর্ডারের একটি স্ক্রিনশটও দেখানো হয়।

কংগ্রেসের তরফে একটি টুইট করেও এটি দেখানো হয়েছে। টুইটে স্ক্রিনশটটি দিয়ে লেখা হয়েছে যে, ‘সংবিধান শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। আপনি যখন দেশ ভাগ করা থেকে অবকাশ পাবেন, অনুগ্রহ করে এটি পড়বেন।’ এটি ছাড়াও কংগ্রেস টুইটারে সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতির সংবিধানের প্রস্তাবনা পড়ার একটি ভিডিও-ও পোস্ট করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অ্যামাজন থেকে বই অর্ডার, প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার কংগ্রেসের

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উদযাপন, রাষ্ট্রপতিকে জাতীয় স্যালুট দিয়ে সম্মান

প্রজাতন্ত্র দিবসে কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে বলে, বিজেপি বুঝতে পারছে না যে সংবিধানের ১৪ অনুচ্ছেদের আওতায় সমস্ত নাগরিকের সমতা রয়েছে। এই অনুচ্ছেদটি সিএএতে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পার্টির মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এবং আরও অনেক প্রবীণ নেতা প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

About Author