Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুলিশের সামনেই সরকারি আধিকারিককে জুতোর বাড়ি বিজেপি নেত্রীর, ভাইরাল ভিডিও

Updated :  Friday, June 5, 2020 8:49 PM

ক্যামেরার সামনে এক সরকারি আধিকারিককে চড়, জুতোর বাড়ি মারলেন টিকটক সেলিব্রিটি তথা বিজেপি প্রার্থী সোনালী ফোগাট। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। সোনালী ফোগাট শুক্রবার স্থানীয় চাষীদের কিছু অভিযোগ নিয়ে সেই এলাকার এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটির এক সদস্য সুলতান সিংয়ের কাছে যান। আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি। তিনি অভিযোগ করার পর নাকি এক আপত্তিকর মন্তব্য করেন সুলতান সিং। তাতেই রীতিমতো রেগে যান তিনি।

এরপর সোনালী প্রথমে সুলতান সিংকে এক চড় মারেন। আর তারপর জুতো খুলে পেটাতে শুরু করেন। সুলতান তখন নিজেকে বাঁচাতে বাঁচাতে বলছেন যে তিনি নেত্রীর অভিযোগ শুনেছেন, এমনকি দ্রুত ব্যবস্থা নেবার ও আশ্বাস দেন। কিন্তু সোনালির রাগ কমেনি। তিনি পেটাতেই থাকেন। অনেকক্ষণ পর তিনি থামেন। এরপর পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মীকে সোনালি বলেন যে, তিনি ক্ষমা চেয়েছেন বলে কোনও লিখিত অভিযোগ করা হচ্ছে না। নেত্রীর এই পেটানোর পুরো ঘটনাটি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

হরিয়ানার এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস। কংগ্রেসের দলনেতা রণদীপ সিং সুরজেওয়ালা হরিয়ানার সরকারের কাছে আবেদন করেছেন ওই নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। এর আগেও সোনালীর বিরুদ্ধে এরকম বিতর্কে নাম জড়ানোর ঘটনা ঘটেছে। ভোটে কংগ্রেসের কুলদীপ বিষ্ণোইয়ের কাছে হেরেও দমেনি এই নেত্রী। বরং তিনি ক্রমাগত তার দাপট চালিয়ে যাচ্ছেন, যা এই ঘটনার পর ফের আরেকবার প্রমাণিত হল।