Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের পর নেহার প্রথম করভা চৌথ, স্বামীর সঙ্গে তুমুল নাচলেন গায়িকা, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, November 5, 2020 11:47 AM

করোনা আবহয়ের মধ্যেই অক্টোবর মাসেই দিল্লির একটি গুরুদ্বারে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। বেশ জাঁকজমক ভাবে প্রায় সাত দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর নেহা-রোহনপ্রীতের এটাই প্রথম করবা চৌথ। স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় লাল রঙের সালওয়ার কামিজে সেজে, হাতে মেহন্দি পরে ভিডিও শেয়ার করলেন নেহা ও রোহনপ্রীত দুইজনেই। স্ত্রীর ভিডিও শেয়ার করে রোহনপ্রীত লেখেন যে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Neha Kakkar (Mrs. Singh) (@nehakakkar) on

স্বামীর কল্যানে সারাদিন উপোষ থেকে ব্রত করেন নেহা। একই সঙ্গে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই দুই সেলেব জুটি।

বিয়ের পর নেহার প্রথম করভা চৌথ, স্বামীর সঙ্গে তুমুল নাচলেন গায়িকা, ভাইরাল ভিডিও

বলিউডে করভা চৌথ খুব ধূমধাম করেই পালিত হয়। স্বামীর কল্যানের জন্য সবাই এই ব্রত করেছে। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে করভা চৌথের বিভিন্ন ছবি প্রকাশ পেতে থাকে। তাই নবদম্পতি নেহা-রোহনও বাদ যাননি এই অনুষ্ঠান থেকে।

বিয়ের পর নেহার প্রথম করভা চৌথ, স্বামীর সঙ্গে তুমুল নাচলেন গায়িকা, ভাইরাল ভিডিও