Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক মঞ্চে মমতা-মোদী, সাক্ষী থাকবে রাজ্যবাসী

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের কেন্দ্রে বরাবরই থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে স্থগিত রয়েছে এনপিআর-ও। তবে সব…

Avatar

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের কেন্দ্রে বরাবরই থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে স্থগিত রয়েছে এনপিআর-ও। তবে সব বৈরিতা ভুলে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই কাছাকাছি আসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। আগামী ১২ জানুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। পোর্টট্রাস্টের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপালেরও।

১২ জানুয়ারি পোর্টট্রাস্টের ১৫০ বর্ষপূর্তির অনুষ্ঠান রয়েছে কলকাতায়। সেই অনুষ্ঠানে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সময়ে মঞ্চে থাকতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকেও, সূত্র মারফত এমনটাই জানা গেছে। এই অনুষ্ঠান থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি পোর্টট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মীদের সম্বর্ধনা দেবেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগণা, জারি ১৪৪ ধারা

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কড়া সমালোচনা করে আসছেন মুখ্যমন্ত্রী। এই আবহে মোদী-মমতার একই মঞ্চে উপস্থিত থাকার খবরে জল্পনা ছড়িয়েছে রাজ্যে। বিজেপি অবশ্য চেষ্টা করছে এই সফরে প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলায় একটা সভা করানোর। তবে আদ্যোপান্ত এই সরকারি সফরে বিজেপির সেই চেষ্টা সফল হবে না বলেই সূত্রের খবর।

About Author